ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আ’লীগের প্রার্থী তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি : কাদের

প্রকাশিত: ০২:২৪, ২৬ নভেম্বর ২০১৮

আ’লীগের প্রার্থী তালিকা অফিসিয়ালি প্রকাশ হয়নি :  কাদের

অনলাইন রিপোর্টার ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা মনোনয়নের তালিকা করেছি, কিন্ত কৌশলগত কারণে এই মুহূর্তে প্রার্থী তালিকা প্রকাশ করছি না। নির্বাচন কমিশনের প্রার্থিতা বাছাইয়ের পর আওয়ামী লীগ ও মহাজোটের তালিকা প্রকাশ করা হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমরা ২৩১ জনকে চিঠি দিয়েছি। জোট-মহাজোটের শরিক দলগুলোর জন্য ৬৫-৭০টি আসন রেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত (প্রার্থিতা বাছাই) বোঝাপড়া করে আমরা প্রার্থী তালিকা প্রকাশ করবো। তিনি বলেন, বেশ কিছু আসনে দু’জনকে মনোনয়নের চিঠি দেওয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, যেখানে দু’জন দিয়েছি, সেখানে মাঠ জরিপ করে, যাকে জনপ্রিয় মনে করবো, তাকে প্রার্থিতা দেবো। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পরিবর্তন করতে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের দাবির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনের বাকি আর একমাস। এই সময়ে যারা সিইসি বদল চায়, তারা ভোটে যাবে কি-না, সন্দেহ আছে। তারা ভোটে যাবে, এই কথা বিশ্বাস করতে আমার কষ্ট হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত মনোনয়ন তালিকার ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের মনোনয়নের তালিকা করা হয়েছে, তবে সেটা প্রেসের জন্য নয়। তাই মনোনয়ন তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার আগে লোকের মুখে শুনে কিছু লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ মনোনয়ন দেওয়া হয়নি এমন অনেকের না মিডিয়া এসেছে। এভাবে লিখলে প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, বিদ্রোহ মানেই বহিষ্কার। আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া হবে। যতোই জনপ্রিয় হোক, দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে বহিষ্কার।
×