ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

প্রকাশিত: ০৭:৩০, ২৬ নভেম্বর ২০১৮

 জোড়া সেঞ্চুরিতে পাকিস্তানের বড় সংগ্রহ

স্পোর্টস রিপোর্টার ॥ হারিস সোহেল (১৪৭) ও বাবর আজমের (১২৭*) জোড়া সেঞ্চুরিতে দুবাই টেস্টে বিশাল স্কোর গড়েছে পাকিস্তান। ৫ উইকেটে ৪১৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে সরফরাজ আহমেদের দল। জবাবে দ্বিতীয়দিন শেষে বিনা উইকেটে ২৪ রান করেছে নিউজিল্যান্ড। আবুধাবিতে নিশ্চিত জয়ের পথে থাকা প্রথম ম্যাচে ৪ রানের হারে পাকিস্তান। অনেক চাপ নিয়ে দ্বিতীয় টেস্ট শুরু করা দলটি ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া প্রথম ইনিংসে বড় রানই তার প্রমাণ। ২৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়েছিল পাকিস্তান। শুরুর ধাক্কা সামাল দেন আজহার ও সোহেল। দু’জনে ১২৬ রানের জুটি গড়েন। ৮১ রান করে আজহার রান-আউট হয়ে ফিরলেও ৮১ রানে অপরাজিত থেকে যান সোহেল। ১৪ রানে অপরাজিত থাকেন বাবর আজম। রবিবার দ্বিতীয়দিনের শুরুতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন সোহেল। ১৩ চারে খেলেন ১৪৭ রানের মনোমুগ্ধকর ইনিংস। বাবরের সঙ্গে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ১৪০ রান। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেয়া বাবর ১২ চার ও ২ ছক্কায় অপরাজিত থাকেন ১২৭ রানে। স্কোর \ পাকিস্তান প্রথম ইনিংস \ ৪১৮/৫ ডিক্লেয়ার (১৬৭ ওভার; ইমাম ৯, হাফিজ ৯, আজহার ৮১, হারিস ১৪৭, শফিক ১২, বাবর ১২৭*, সরফরাজ ৩০* ; গ্রান্ডহোম ২/৪৪, আইজাজ ১/১২০, বোল্ট ১/১০৬)। নিউজিল্যান্ড প্রথম ইনিংস \ ২৪/০ (৯ ওভার; রাভাল ১৭*, লাথাম ৫*)। ** দ্বিতীয়দিন শেষে
×