ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাঁচ দল নিয়ে বিজয় দিবস হকি

প্রকাশিত: ০৭:২৯, ২৬ নভেম্বর ২০১৮

পাঁচ দল নিয়ে বিজয় দিবস হকি

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র পাঁচ দলের অংশগ্রহণে মঙ্গলবার শুরু হচ্ছে এসআইবিএল বিজয় দিবস হকি। সিঙ্গেল লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ ও বিকেএসপি। রবিবার হকি ফেডারেশনের সভাকক্ষে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন তথ্য জানান টুর্নামেন্টের সমন্বয়কারী ও বাহফে যুগ্ম-সম্পাদক মাহবুব এহসান রানা। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডিএমডি আবু নাসের চৌধুরী। লীগ পদ্ধতিতে হলেও থাকছে বেশ কিছু নিয়ম। সুন্দর সুচারুরূপে পরিচালনার জন্য এবং ফাইনালের ক্ষেত্রে ঝামেলা এড়াতে কোন ম্যাচেই ড্র পদ্ধতি থাকছে না। কোন দল যদি সরাসরি গোল ব্যবধানে জিতে যায় তাহলে পূর্ণ ৩ পয়েন্টই পাবে। আর যদি ড্র থাকে তাহলে সরাসরি শূট আউটের মাধ্যমে ফলাফল নিশ্চিত করা হবে। সেক্ষেত্রে জয়ী দল ২ পয়েন্ট ও বিজিত দল ১ পয়েন্ট পাবে। গ্রæপপর্ব শেষে শীর্ষে থাকা দুটি দল ৫ ডিসেম্বর খেলবে ফাইনাল। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা প্রাইজমানি পাবে। প্রতিদিন দুটি করে ম্যাচ দিনের আলোয় ও ফ্লাড লাইটের আলোতে খেলা হবে। তিন লাখ টাকা বাজেটের পুরোটাই দিচ্ছে এসআইবিএল।
×