ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলম্বো টেস্টে

চালকের আসনে ইংল্যান্ড

প্রকাশিত: ০৭:২৮, ২৬ নভেম্বর ২০১৮

চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। ৩৩৬ ও ২৩০ রানে অলআউট সফরকারীরা। জয়ের জন্য শ্রীলঙ্কাকে ৩২৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে। তৃতীয়দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫৩ রান তুলতেই টপঅর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়ে কঠিন বিপদে সুরাঙ্গা লাকমলের দল। ৬ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য আরও ২৭৪ রান চাই তাদের। কুসল মেন্ডিস ১৫ ও লক্ষণ সান্দাকান ব্যক্তিগত ১ রান নিয়ে ক্রিজে আছেন। প্রথম ইনিংসে স্বাগতিকরা অলআউট হয় ২৪০ রানে। সুতরাং ব্যতিক্রম কিছু না ঘটলে লঙ্কানদের পক্ষে কলম্বো টেস্ট বাঁচানো প্রায় অসম্ভব। টানা দুই হারে আগেই সিরিজ খোয়ানো দলটি এখন নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ইংলিশদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে! বিনা উইকেটে ৩ রান নিয়ে রবিবার দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড। ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ বিপদেই পড়েছিল সফরকারীরা। সেখান থেকে দলকে ২৩০ রান এনে দেয়ার রূপকার জস বাটলার ও বেন স্টোকস। বাটলার করেন সর্বোচ্চ ৬৪ আর তারকা অলরাউন্ডার স্টোকসের ব্যাট থেকে আসে ৪২ রান। ৩৬ রানে অপরাজিত থাকেন বেন ফোকস। শ্রীলঙ্কার হয়ে স্পিনার দিলরুয়ান পেরেরা ৫, লক্ষণ সান্দাকান ২ ও রবীন্দ্র পুষ্পকুমারা নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার গুনাথিলাকা ও করুনারতেœ আউট হয়েছেন যথাক্রমে ৬ ও ২৩ রান করে। ইংলিশদের হয়ে দুই উইকেট নিয়েছেন মঈন আলি। দীর্ঘ প্রায় দেড় যুগ পর শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের স্বাদ পাওয়া ইংলিশদের লক্ষ্য এবার প্রথমবারের মতো প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা। ১৯৮২ সাল থেকে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় টেস্ট সিরিজে অংশ নিয়ে আসছে ইংল্যান্ড। কিন্তু দুই বা তিন ম্যাচের সিরিজে লঙ্কানদের কখনও হোয়াইটওয়াশ করতে পারেনি ইংলিশরা। এবার দারুণ সেই অর্জনের হাতছানি। স্কোর \ ইংল্যান্ড প্রথম ইনিংস \ ৩৩৬/১০ (বার্নস ১৪, জেনিংস ১৩, বেয়ারস্টো ১১০, রুট ৪৬, স্টোকস ৫৭, বাটলার ১৬, মঈন ৩৩, ফোকস ১৩, রশিদ ২১*; লাকমল ০/৩৩, দিলরুয়ান ৩/১১৩, পুষ্পকুমারা ২/৬৪, সান্দাকান ৫/৯৫, ধনঞ্জয়া ০/১৬, গুনাথিলাকা ০/৫)। ও দ্বিতীয় ইনিংস \ ২৩০/১০ (৬৯.৫ ওভার; বার্নস ৭, জেনিংস ১, বেয়ারস্টো ১৫, রুট ৭, স্টোকস ৪২, বাটলার ৬৪, মঈন ২২, ফোকস ৩৬*, রশিদ ২৪; দিলরুয়ান ৫/৮৮, পুষ্পকুমারা ৩/২৮)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২৪০/১০ (৬৫.৫ ওভার; গুনাথিলাকা ১৮, করুনারতেœ ৮৩, ধনঞ্জয়া ৭৩, মেন্ডিস ২৭, ম্যাথুস ৫, সিলভা ৩, দিকওয়েলা ৫, পেরেরা ০, লাকমল ৩*, সান্দাকান ২, পুষ্পকুমারা ১৩; লিচ ১/৫৯, রশিদ ৫/৪৯, স্টোকস ৩/৩০) ও দ্বিতীয় ইনিংস \ ৫৩/৪ (১৭ ওভার; করুনারত্নে ২৩, সিলভা ০, মেন্ডিস ১৫*, ম্যাথুস ৫, সান্দাকান ১*; মঈন ২/১৬)। ** তৃতীয়দিন শেষে
×