ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টানা তিন ম্যাচে গোল সিআর সেভেনের, অর্ধ শতাব্দী আগের রেকর্ড ছুঁলেন পর্তুগীজ সুপারস্টার

রোনাল্ডোর গোল, জুভেন্টাসের জয়

প্রকাশিত: ০৭:১৮, ২৬ নভেম্বর ২০১৮

  রোনাল্ডোর গোল, জুভেন্টাসের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসের শুরুটা ছিল বেশ হতাশার। গোলের জন্য চতুর্থ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। তবে স্বরূপে ফিরতে খুব বেশি সময় নেননি জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। ইতালিয়ান জায়ান্টদের জার্সিতে এখন নিয়মিতই গোল করছেন সিআর সেভেন। শনিবার জুভেন্টাসের হয়ে এসপিএএলের বিপক্ষেও গোলের দেখা পান তিনি। ইতালিয়ান সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরাও পায় ২-০ গোলের সহজ জয়। এর ফলে লীগ টেবিলের শীর্ষস্থানটা আরও সুসংহত করল ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। নিজেদের মাঠে রোনাল্ডোর গোলেই প্রথম এগিয়ে যায় জুভেন্টাস। প্রথমার্ধের ২৮ মিনিটে পিয়ানিচের ক্রস থেকে পাওয়া বল খুব সহজেই এসপিএএলের জালে জড়ান সিআর সেভেন। সেই সঙ্গে জুভেন্টাসের হয়ে টানা তিন ম্যাচে গোল করলেন এই পর্তুগীজ সুপারস্টার। ২০১৮-১৯ মৌসুমে জুভেন্টাসের হয়ে এটা রোনাল্ডোর ১০ম গোল। সিরি’এ লীগে এই নিয়ে ১৩ ম্যাচে ৯ গোল করে ফেললেন তিনি। আর তাতেই ৫০ বছর আগের এক রেকর্ড ছুঁয়েছেন পর্তুগীজ সুপারস্টার। গত ৫০ বছর মানে অর্ধ শতাব্দীতে জুভেন্টাসের হয়ে ১৩ লীগ ম্যাচ শেষে রোনাল্ডোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। সিআর সেভেনের আগে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ইতালিয়ান স্ট্রাইকার পিয়েত্রো আনাস্তাসি ১৯৬৮-৬৯ মৌসুমে। ১৯৬৮ সালে পরাশক্তি জুভেন্টাসকে ৫-০ গোলে বিধ্বস্ত করে অঘটন ঘটিয়েছিল ভারেসের মতো এক পুঁচকে ক্লাব। সেই ম্যাচেই নজর কেড়েছিলেন আনাস্তাসি। এই এক ম্যাচের পর ইতালির জাতীয় দলে তার জায়গা তো হয়েছিলই, পরের মৌসুমে জুভেন্টাসও রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে আনাস্তাসিকে দলে টেনেছিল। তুরিনের ক্লাবটিতে আসার পর আনাস্তাসিও গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন। প্রথম ১৩ ম্যাচে করেছিলেন ৯ গোল। শনিবার রোনাল্ডো যেন সেই আনাস্তাসিকেই ফিরিয়ে আনলেন জুভেন্টাসের এ্যালিয়াঞ্জ স্টেডিয়ামে। এসপিএএলের বিপক্ষে দ্বিতীয় গোলটি আসে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৬০ মিনিটে জুভেন্টাসের গোল ব্যবধান দ্বিগুণ করেন মারিও মানজুকিচ। কস্তার শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি শটে এসপিএএলের জালে বল জড়াতে মোটেও ভুল করেননি মানজুকিচ। এর ফলে ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা। এসপিএএলকে হারিয়ে চলতি মৌসুমে অপরাজিত থাকার রেকর্ডটাও ধরে রাখল ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির দল। পয়েন্ট টেবিলেও যথারীতি শীর্ষে। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। যেখানে দুইয়ে থাকা নেপোলির পয়েন্ট ২৮। যদিওবা এক ম্যাচ কম খেলেছে নেপোলি। ১৩ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে এসপিএএল রয়েছে টেবিলের ১৫ নম্বরে। এদিকে দুর্দান্ত ফর্মে থাকা রোনাল্ডোর প্রশংসায় পঞ্চমুখ জুভেন্টাসের কোচ। শুধু তাই নয়, এ্যালেগ্রির মতে রোনাল্ডোই ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার। লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মধ্যেই গত ১০ বছর ধরে ব্যালন ডি’অর সীমাবদ্ধ। কিন্তু অনেকেই মনে করছেন এবার এই দু’জনের কেউ এ পুরস্কারটি জিততে পারবেন না। তবে জুভেন্টাসের কোচ ম্যাসিমিলিয়ানো ব্যতিক্রম। ব্যালন ডি’অর এখন পর্যন্ত রোনাল্ডো জিতছেন পাঁচবার। সর্বশেষ দুবার পুরস্কারটি উঠেছে তার হাতে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন পর্তুগীজ যুবরাজ। দলটিকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। এমনকি রাশিয়া বিশ্বকাপে পর্তুগালের হয়ে একটি হ্যাটট্রিকও করেছিলেন সিআর সেভেন। জুভেন্টাসের অভিষেক মৌসুমে এখন দুর্দান্ত খেলছেন রোনাল্ডো। এরপরও এবার ব্যালন ডি’অর জেতার দৌড়ে সিআর সেভেন পেছনে। এমনটাই জানিয়েছে ইতালির ক্রীড়া পত্রিকা তুত্তোস্পোর্ত। সংবাদ মাধ্যমটি বলছে, এবার পুরস্কারটি পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন রাফায়েল ভারানে, লুকা মডরিচ ও কিলিয়ান এমবাপে। তবে জুভেন্টাস কোচ এ্যালেগ্রির বিশ্বাস, তার দলের তারকা ফরোয়ার্ড আবারও এই সম্মান অর্জন করবে। তিনি বলেন, ‘ব্যালন ডি’অরের মনোনয়ন সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু ক্রিস্টিয়ানো যা কিছু করেছে তাতে সে এটা জেতার দাবিদার।’
×