ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারী টি২০ বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

প্রকাশিত: ০৭:০৯, ২৬ নভেম্বর ২০১৮

নারী টি২০ বিশ্বকাপের শিরোপা অস্ট্রেলিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ নারী টি২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। রবিবার এ্যান্টিগার গ্র্যান্ড ফাইনালে কুলিন ইংলিশদের কার্যত উড়িয়ে দিয়েছে অসি মেয়েরা। ৮ উইকেটের বিশাল জয়ে উৎসবে মেতেছে মেগ ল্যানিংয়ের দল। ২ বল বাকি থাকতে ১০৫ রানে অলআউট হয় হিথার নাইটের ইংল্যান্ড। জবাবে ১৫ ওভার ১ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অফস্পিনার এ্যাশলি গর্ডনার। আসরজুড়ে ধারাবাহিক ব্যাটিংশৈলী উপহার দিয়ে প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতে নিয়েছেন এ্যালিসা হিলি। ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটা অস্ট্রেলিয়া যেমন নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছে, টি২০তে তেমনি সফল দেশটির মেয়েরা। ষষ্ঠ বিশ্বকাপে এটি তাদের চতুর্থ শিরোপা। অথচ অসি-ছেলেদের ভাগ্যে এ পর্যন্ত একবারও টি২০’র শিরোপা জোটেনি। ‘এটা সত্যি দারুণ ব্যাপার। ফাইনালে বোলিং, ফিল্ডিং, ব্যাটিং সবই হয়েছে আমাদের মনের মতো। দেশকে চতুর্থ শিরোপাজয়ে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত’- প্রতিক্রিয়া তারকা অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ফাইনালে টস জিতে ব্যাট করতে নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার ড্যানিয়েল ওয়াট। ৩৭ বলে ১টি ছক্কা ও ৫টি চারে সাজিয়ে ইনিংসটি খেলেছেন তিনি। এছাড়া অধিনায়ক হেথার নাইট ২৫ রান করেছেন। এর বাইরে আর কোন ইংলিশ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অস্ট্রেলিয়ার হয়ে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন এ্যাশলি গ্রান্ডার। এছাড়া দুইটি করে উইকেট নিয়েছেন মেগান স্কট ও জর্জিনা ওয়ার্হাম। জবাবে ব্যাট করতে নেমে দ্রæতই জয়ের দিকে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে দলীয় ৪৪ রানে দুই ওপেনারকে হারিয়ে ফেলে তারা। তাতে অবশ্য রানের গতি মোটেও কমেনি। এ্যাশলি গ্র্যান্ডার ও অধিনায়ক মেগ ল্যানিং মিলে দলকে জয় এনে দেন। গ্র্যান্ডার ৩৩ রানে ও ল্যানিং ২৮ রানে অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে শিরোপার উৎসবে ভাসান। ছেলে ও মেয়েদের সংস্করণে অস্ট্রেলিয়া সবসময়ই সমীহ জাগানিয়া এক দল। অবিশ্বাস্য হলেও সত্য, ছেলেদের টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া কখনও শিরোপা জিততে পারেনি। ছয়বার অংশ নিয়ে ২০১০ সালে রানার্সআপ হওয়াই তাদের সর্বোচ্চ সাফল্য। কিন্তু মেয়েদের দলটি টি২০ বিশ্বকাপে সবার ধরা-ছোঁয়ার বাইরে। ২০১০, ২০১২ ও ২০১৪ সালের সাফল্যটা এবার ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে তুলে নিল মেগ ল্যানিংয়ের দল। আর কোন দল যেখানে একবারের বেশি শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার মেয়েরা সেখানে চার-চারবার চ্যাম্পিয়ন। ওয়ানডে হোক বা টি২০, মেয়েদের বিশ্ব আসরে কখনই ফাইনালে ইংল্যান্ডের কাছে হারেনি অস্ট্রেলিয়া। সেরার মঞ্চে সেই অপরাজের যাত্রা অস্ট্রেলিয়ান অসি-মেয়েরা ধরে রাখল এবারও। স্কোর \ ইংল্যান্ড \ ১০৫/১০ (১৯.৪ ওভার; ওয়াট ৪৩, নাইট ২৫; গার্ডনার ৩/২২, শুট ২/১৩, ওয়ারহ্যাম ২/১১, পেরি ১/২৩)। অস্ট্রেলিয়া \ ১০৬/২ (১৫.১ ওভার; গার্ডনার ৩৩*, ল্যানিং ২৮*, হিলি ২২, মুনি ১৪; এক্লেস্টোন ১/১২, হেইজেল ১/১৯)। ফল \ অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী। প্লেয়ার অব দ্য ম্যাচ \ এ্যাশলি গার্ডনার। প্লেয়ার অব দ্য সিরিজ । এ্যালিসা হিলি।
×