ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাস লাইনে বিস্ফোরণে ময়মনসিংহে গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশিত: ০৬:৪৩, ২৬ নভেম্বর ২০১৮

 গ্যাস লাইনে বিস্ফোরণে ময়মনসিংহে গ্যাস সরবরাহ বন্ধ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ নগরীর মহারাজা রোডে রবিবার বিকেলে গ্যাস লাইনে বিস্ফোরণের পর থেকে নগরজুড়ে গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাসের স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় ভোগান্তির কবলে পড়েন নগরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পুরো এলাকা ঘিরে রাখে। তবে এই গ্যাস বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে পানির পাইপলাইন স্থাপনের কাজের সময় তিতাসের পাইপ ফেটে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার আব্দুর রহমান জানান, বিকেল ৪টা ১৫ মিনিটে মহারাজা রোড এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ড এড়াতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে অবস্থান নেয়। বিকেল ৫টার পর তিতাস থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানায়, খবর পেয়ে বেশ বিলম্বে তিতাসের কর্মীরা এলেও দুর্ঘটনাস্থলের গ্যাস সরবরাহ লাইনের সুইচ খুজে না পাওয়ার এক পর্যায়ে পরে মেইন সুইচ বন্ধ করে দেয়। ফলে পুরো নগরবাসী এ সময় ভোগান্তির কবলে পড়েন। রাত ১০টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে আভাস দিয়ে তিতাসের স্থানীয় ম্যানেজার মিজানুর রহমান জানান, মেরামত কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কাছ থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হবে বলেও জানান তিনি।
×