ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফরাসী বাহিনীর অভিযানে মালির শীর্ষ জঙ্গী নেতা নিহত

প্রকাশিত: ০৬:৩৫, ২৬ নভেম্বর ২০১৮

 ফরাসী বাহিনীর  অভিযানে  মালির শীর্ষ জঙ্গী  নেতা নিহত

ফরাসী বাহিনীর এক অভিযানে মালির অন্যতম এক শীর্ষ জঙ্গী নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে মালির সেনাবাহিনী। শুক্রবার মধ্যাঞ্চলীয় মোপতি অঞ্চলে চালানো অভিযানে শীর্ষ জঙ্গী আমাদৌ কৌফা নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। খবর বিবিসির। এর আগে ফ্রান্স জানিয়েছিল, ওই অভিযানে নিহত প্রায় ৩০ জঙ্গীর মধ্যে সম্ভবত কৌফাও আছেন। কট্টরপন্থী এই ইমামকে জামাত নুসরাত আল ইসলাম ওয়াল-মুসলিমিন (জেএনআইএম) গোষ্ঠীর জ্যেষ্ঠ সদস্য বলে বর্ণনা করা হয়েছে। এই গোষ্ঠীটি প্রায়ই মালি ও প্রতিবেশী বুরকিনা ফাসোতে হামলা চালিয়ে থাকে। মালি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দিয়ারান কোনে শনিবার জানিয়েছেন, ওই অভিযানে আমাদৌ কৌফা নিহত হয়েছেন এটি নিশ্চিত করছি আমি। তবে বিস্তারিত আর কিছু জানাতে রাজি হননি। এর আগে ফরাসী বাহিনী জানিয়েছিল, তাদের অভিযানে কৌফার নিয়ন্ত্রিত এক ঘাঁটিকে লক্ষ্যস্থল করা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রকাশিত এসব প্রতিবেদন সম্পর্কে জেএনআইএমের পক্ষ থেকে প্রকাশ্য কোন মন্তব্য আসেনি। মালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা ২০১২ সালে জঙ্গী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে গিয়েছিল।
×