ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় সেনা অভিযান, ১২ আইএস জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:৩২, ২৬ নভেম্বর ২০১৮

 লিবিয়ায় সেনা অভিযান, ১২ আইএস জঙ্গী নিহত

লিবিয়ার সেনা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর তাজেরবুর কাছে ১২ ইসলামিক স্টেট জঙ্গী নিহত হয়েছে। শনিবার এক সামরিক সূত্র একথা জানিয়েছে। খবর এএফপির। সূত্রটি আরও জানায়, ‘যৌথ সামরিক বাহিনীর ব্যাটালিয়ন ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে এই জঙ্গীরা নিহত হয়। সন্ত্রাসীরা তাজেরবুর পশ্চিমাঞ্চলে লুকিয়ে ছিল।’ সূত্র আরও জানায়, এই ঘটনায় বিপুলসংখ্যক যানবাহন, অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। ছোট মরু শহর তাজেরবুতে শুক্রবার ভয়াবহ হামলা চালানো হয়। কয়েক বন্দুকধারী সাঁজোয়া যান নিয়ে একটি থানা ও কয়েকটি সরকারী ভবনে হামলা চালায়। এতে আটজন নিহত হয় ও আরও ১৫ জন আহত হয়। সন্ত্রাসীরা হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় কয়েকজনকে জিম্মি করে নিয়ে যায়। সামরিক সূত্র জানায়, ‘যেসব সন্ত্রাসী তাজেরবুতে হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করেছে তাদের ধ্বংস করতে এ অভিযান চালানো হয়।’ শনিবার লিবিয়ায় ইউএন সাপোর্ট মিশন ওই হামলার নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে নিরপরাধ বেসামরিক মানুষের ওপর হামলা বন্ধের জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে সিরিয়ার পূর্বাঞ্চলে জিহাদী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পাল্টা হামলায় দুই দিনে অন্তত ৪৭ মার্কিন সমর্থিত যোদ্ধা নিহত হয়েছে। শনিবার একটি পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্দীদের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ইরাকী সীমান্তবর্তী দিয়ের এজোর প্রদেশ থেকে জিহাদীদের বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাচ্ছে। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার জিহাদীরা তিনটি পৃথক হামলা চালিয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থাটি আরও জানায়, আল-বাহরা, গরাঞ্জি ও আল-তানাক তেলক্ষেত্রের কাছের একটি গ্রামে এ পাল্টা হামলা চালানো হয়। এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি এই তিনটি স্থানে আইএস-এর ‘উপর্যুপরি হামলার’ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দিনভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দী নেতৃত্বাধীন স্থলবাহিনী জোটের বিমান বাহিনীর সহায়তা পেয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, এই লড়াইয়ে শুধু শনিবারেই ২৯ এসডিএফ যোদ্ধা নিহত হয়। গত দুই দিনে অন্তত ৪৭ যোদ্ধা প্রাণ হারিয়েছে। সংস্থাটি আরও জানায়, এই লড়াইয়ে ৩৯ আইএস জিহাদী নিহত হয়েছে।
×