ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজয় দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি পতাকার গল্প’

প্রকাশিত: ০৫:৩৮, ২৬ নভেম্বর ২০১৮

বিজয় দিবসের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি পতাকার গল্প’

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবস উপলক্ষে তরুণ পরিচালক আপন অপু নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি পতাকার গল্প’। এ চলচ্চিত্রটির গল্প রচনাও করেছেন তিনি। চলচ্চিত্রটির মূল চরিত্রে অভিনয় করেছেন প্রথম শ্রেণী পড়ুয়া আয়েশা। অন্য দুটি চরিত্রে অভিনয় করেছেন রাজিয়া ও খালেক। সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও দেশী টায়রো স্টুডিওতে চলচ্চিত্রটির দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে। দৃশ্য ধারণ করেছেন রকিবুল ইসলাম রুমন। আবহ সঙ্গীত করেছেন সাজেদুল হাসান রাহিন ও আহসান আল মিরাজ। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ চলচ্চিত্রটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এ প্রসঙ্গে পরিচালক আপন অপু বলেন, এটি আমার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আশা করছি চলচ্চিত্রটি সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। দেশকে ভালবাসতে শেখাবে। দেশকে দেশের মানুষকে সর্বোপরি পতাকাকে ভালবাসি ও সম্মান করি বলেই হৃদয় থেকে এর জন্য কাজ করেছি। আমি সুযোগ পেলে দেশকে নিয়ে কাজ করি। এর আগেও ‘লাল সবুজের বাংলাদেশ’ শিরোনামে একটি গান প্রকাশ করেছি। যা শ্রোতারা প্রশংসা করেছেন। আশাকরি এ কাজটিও সবার ভাল লাগবে। এই কাজে সার্বিক সহযোগিতা করার জন্য খন্দকার বাপ্পি ও লায়ন মুহা. মিজানুর রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রসঙ্গত আপন অপু কয়েক বছর যাবত শিশুসাহিত্য নিয়ে কাজ করছেন। তার প্রকাশিত শিশুতোষ বইয়ের সংখ্যা চারটি। আগামী বইমেলায়ও দুইটি নতুন বই আসবে। এছাড়া তার লেখা চারটি গান ইতোমধ্যে প্রকাশ হয়েছে।
×