ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিড়ি-সিগারেট উৎপাদন ও বাজারজাত বন্ধের দাবি

প্রকাশিত: ০৫:২৩, ২৬ নভেম্বর ২০১৮

বিড়ি-সিগারেট উৎপাদন ও  বাজারজাত  বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অবৈধ বিড়ি-সিগারেট উৎপাদন এবং বাজারজাতকরণ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর জিরোপয়েন্টে কয়েকটি সংগঠনের উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে সিগারেট বিক্রির ফলে যুব ও দরিদ্র শ্রেণীর জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। সিগারেটের মূল্য বৃদ্ধি এবং প্যাকেটের গায়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদান করেও অসাধু তামাক কোম্পানির কারণে সরকারের উদ্দেশ্য সম্পূর্ণ বিফলে যাচ্ছে। ফলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
×