ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা গবেষণা উন্নয়নে চবি-চট্টগ্রাম চেম্বার চুক্তি

প্রকাশিত: ০৫:২২, ২৬ নভেম্বর ২০১৮

 শিক্ষা গবেষণা উন্নয়নে চবি-চট্টগ্রাম চেম্বার চুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শিক্ষা গবেষণা উন্নয়ন, কর্মসংস্থানসহ শিল্প কারখানার সঙ্গে যোগাযোগ বিষয়ে যৌথ কর্মপরিচালনার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রবিবার চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চেম্বার সভাপতি মাহাবুবুল আলম এ চুক্তিতে স্বাক্ষর করেন। চবি উপাচার্য বলেন, এই চুক্তি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বিভিন্ন আয়োজন যেমন সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্স, আলোচনা সভা, মতবিনিময় সভা ইত্যাদির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত পরিবর্তন আনয়নে বিশেষ সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া এ বিশ^বিদ্যালয়ের গ্র্যাজুয়েটবৃন্দ বিভিন্ন শিল্প-কারখানায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পাবে এবং তাদের লব্ধ অভিজ্ঞতার আলোকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। চট্টগ্রাম চেম্বার সভাপতি বলেন, শিক্ষা-গবেষণার উন্নয়নসহ বিজ্ঞানমনষ্ক মানবসম্পদ উৎপাদনে এ চুক্তি দৃশ্যমান ভূমিকা রাখবে। তিনি উভয় পক্ষকে এ চুক্তির সার্বিক কার্যক্রম ফলোআপের মাধ্যমে সফল করার অনুরোধ জানান। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম।
×