ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে গার্মেন্টস কর্মীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৫:২১, ২৬ নভেম্বর ২০১৮

 টঙ্গীতে গার্মেন্টস  কর্মীকে গলা  কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৫ নবেম্বর ॥ শনিবার রাতে টঙ্গীর গাজীপুরার পশ্চিম পাড়া এলাকায় এক গার্মেন্টস কর্মীকে গলা কেটে হত্যা করেছে তার কথিত স্বামী। নিহতের নাম সালমা ওরফে আকমা (২৫)। তারা অলি মিয়ার বাড়িতে ভাড়া থাকত। গত ১০ দিন আগে এক লোক ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করে। পরে নিহত গার্মেন্টস কর্মীকে ওই বাসায় বউ পরিচয়ে বসবাস শুরু করে। শনিবার রাতে ঘরের ভিতর তারা দু’জনে ঝগড়ায় লিপ্ত হয়। ঝগড়া থেমে গেলে বাড়িওয়ালাসহ অন্যরা দরজা খুলে দেখতে পান গার্মেন্টস কর্মীর রক্তাক্ত লাশ পড়ে আছে। টঙ্গী পশ্চিম থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়। ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয়দানকারী ওই লোকটিকে পাওয়া যাচ্ছে না। বাড়িওয়ালা অলি মিয়ার মোবাইলে ফোন দিয়ে জানা যায়, ১০ দিন আগে ভাড়া নেয়া ওই কথিত দম্পতির বিস্তারিত কোন পরিচয় তাদের কাছে নেই। টঙ্গী পশ্চিম থানা পুলিশ জনকণ্ঠকে জানিয়েছেন ছুরিকাঘাত ও কুপিয়ে গামেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে। বরিশালে প্রবাসীর লাশ স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রাম থেকে ইতালী প্রবাসী একরামুল হক নান্টুর (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। একরামুল হক ওই গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র ও দুই সন্তানের জনক। স্থানীয়দের বরাত দিয়ে থানার এসআই সুজন হালদার জানান, দাম্পত্য কলহ ও ভাইদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরধরে মানসিক বিপর্যস্ত হয়ে শনিবার গভীর রাতে একরামুল হক নান্টু বাড়ির পার্শ¦বর্তী বাগানের একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শেরপুরে এসএসসি পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা শেরপুর থেকে জানান, নালিতাবাড়ীতে গাছের ডালে রশিতে ঝুলন্ত অবস্থায় মামুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে উপজেলার সালেহাবাদ (কৃষ্ণপট্টি) গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। মামুন ওই গ্রামের আব্দুল আলিমের দত্তক নেয়া ছেলে। বিকেলে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। ওই ঘটনায় ‘আত্মহত্যা’ বিবেচনায় নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে মামুনের পরিবার ঘটনাটিকে আত্মহত্যা বলে মেনে নিতে পারছে না। তাদের ধারণা, মামুনকে কৌশলে ডেকে নিয়ে হত্যার পর ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তার লাশ গাছের ডালে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
×