ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ০৫:২০, ২৬ নভেম্বর ২০১৮

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৫ নবেম্বর ॥ বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছে। এ সময় শিক্ষার্থীসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত একজন ট্রাকচালক মুন্সীগঞ্জ সদর উপজেলার সন্তেষপুরের ইউনুস আলী (৪৫)। অপরজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। জানা গেছে, উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ও বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংর্ঘষ হয়। এতে ট্রাকের চালক ও চালকের পাশে বসা একজনসহ দুইজন নিহত হয়। এ সময় আহত হয় কলেজ শিক্ষার্থীসহ ৩০ জন। পটিয়ায় পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, বাস চাপায় চট্টগ্রামের পটিয়ায় প্রাইমারী স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষার এক ছাত্রী নিহত হয়েছে। নিহতের নাম জান্নাতুল নাঈমা ইশা (১২)। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের দিদারুল আলমের কন্যা। রবিবার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের শান্তিরহাটের শিলাশাহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার ছিল পিএসসির গণিত পরীক্ষা। বিনিনিহারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পরীক্ষা কেন্দ্র কুসুমপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। সঙ্গে ছিল মা রোকেয়া বেগম। তারা মহাসড়ক পারাপারের সময় কক্সবাজারমুখী যাত্রীবাহী বাস শিলাশাহ মাজার এলাকায় ইশাকে চাপা দেয় নওগাঁয় পরীক্ষার্থী নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, রবিবার বেলা পৌনে ২টার দিকে ধামইরহাট উপজেলার ইসবপুর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় মাসুম (১১) নামে এক পিইসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় আবু রায়হান নামে আরেক পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। নিহত মাসুম উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রঘোলা গ্রামের আবু হানিফের ছেলে এবং আহত রায়হান একই গ্রামের আলম হোসেনের ছেলে। তারা দুজনেই চন্দ্রঘোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বাগেরহাটে পিডিবি কর্মচারী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, ফকিরহাটের খুলনা-মাওয়া মহাড়কের পিলজংগ এলাকায় রবিবার দুপুরে নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে পিডিবি কর্মচারী জাহিদ হোসেন লিটন নিহত হয়েছেন। তিনি খুলনার শেখ পাড়া এলাকার তোতা মিয়ার ছেলে। এসময় মোটরসাইকেলের অপর পিডিবি কর্মচারী গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার জব্বার শেখ (৪০) গুরুতর আহত হয়েছেন। তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড়ে মোটরসাইকেল চালক স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় রবিউল ইসলাম রুবেল (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী। রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল সরণি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মহিগাছ এলাকার আব্দুল বারেকের ছেলে। আহতরা রুবেলের চাচাত বোন মুন্নি আক্তার (১৬) এবং রুবেলের ছেলে বায়েজিদ (৫)। স্থানীয়রা জানায়, দুপুরে রুবেল তার ছেলে বায়েজিদ ও চাচাত বোন মুন্নিকে নিয়ে মোটরসাইকেলযোগে তেঁতুলিয়া উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। তেঁতুলিয়া থেকে নজরুল সরণি বাইপাস মোড়ে পৌঁছলে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
×