ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্যারামাউন্ট টেক্সটাইলের বিক্রয় প্রবৃদ্ধি ২৩ শতাংশ

প্রকাশিত: ০৫:১৯, ২৬ নভেম্বর ২০১৮

 প্যারামাউন্ট টেক্সটাইলের বিক্রয় প্রবৃদ্ধি ২৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএমআরইর মাধ্যমে কারখানা সম্প্রসারণ ও নতুন প্রিন্টিং ইউনিট চালুর সুবাদে গেল বছরে ভাল ব্যবসা করেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড (পিটিএল)। ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে কোম্পানিটির বার্ষিক বিক্রি বেড়েছে প্রায় ২৩ শতাংশ। বিক্রি বাড়ার সুবাদে কোম্পানিটির মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গেল বছরে এর আগের বছরের তুলনায় কোম্পানিটির বার্ষিক নিট মুনাফা ২৩ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে। কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, গেল হিসাব বছরে কারখানায় বিএমআরই বাস্তবায়নের কারণে কোম্পানির সক্ষমতা বেড়েছে। পাশাপাশি নতুন প্রিন্টিং ইউনিট চালু হওয়ায় এ খাত থেকে আয় যোগ হয়েছে। ফলে সবকিছু মিলিয়ে গেল হিসাব বছরে কোম্পানির বিক্রি ও মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। গেল বছরের ধারাবাহিকতায় চলতি হিসাব বছরেও সক্ষমতা বাড়াতে নতুন যন্ত্রপাতি আমদানি করা হচ্ছে। তাছাড়া সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে প্যারামাউন্ট বিট্র্যাক এনার্জি লিমিটেডের আওতায় এইচএসডিভিত্তিক ২০০ মেগাওয়াটের একটি বিদ্যুতকেন্দ্রের কাজ চলছে। এতে প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৯ শতাংশ মালিকানা রয়েছে। বিদ্যুতকেন্দ্রটির নির্মাণ শেষে উৎপাদনে গেলে এ খাত থেকে মুনাফা আসবে। ফলে ভবিষ্যতে কোম্পানির শেয়ারহোল্ডাররা আরও বেশি উপকৃত হবেন। প্যারামাউন্ট টেক্সটাইলের সর্বশেষ সমাপ্ত ২০১৭-১৮ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি দাঁড়িয়েছে ৪১১ কোটি ৯৬ লাখ টাকা, যা এর আগের বছরে ছিল ৩৩৫ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে ইয়ার্ন ডাইড ফ্যাব্রিক বিক্রি থেকে সবচেয়ে বেশি ৮৭ দশমিক ৭৪ শতাংশ বা ৩৬১ কোটি ৪৭ লাখ টাকা আয় করেছে কোম্পানিটি। এরপর সবচেয়ে বেশি নিট ইয়ার্ন ডায়িং থেকে ৯ দশমিক ২২ শতাংশ বা ৩৭ কোটি ৯৮ লাখ টাকা আয় এসেছে। আগের বছরে সোয়েটার ইয়ার্ন ডায়িং থেকে ২ কোটি ৯৭ লাখ টাকা আয় হলেও এবার এ খাত থেকে এসেছে মাত্র ১৭ লাখ টাকা। তবে নতুন চালু হওয়া প্রিন্টিং ইউনিট থেকে কোম্পানিটির আয় হয়েছে ১২ কোটি ৩৪ লাখ টাকা। গেল হিসাব বছরে কোম্পানিটির মোট মুনাফা হয়েছে ৬৯ কোটি ২৫ লাখ টাকা, যা এর আগের বছরে ছিল ৫৬ কোটি ৩৭ লাখ টাকা। সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৭ কোটি ৭৫ লাখ টাকা, যা এর আগের বছরে ছিল ২২ কোটি ৪৯ লাখ টাকা। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৭ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৫ পয়সা ও শেয়ারপ্রতি ৃিনট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০ টাকা ৭৮ পয়সা। আগামী ৮ ডিসেম্বর রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে সকাল ১০টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০১৭ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। সে বছর এর ইপিএস ছিল ইপিএস ১ টাকা ৯২ পয়সা।
×