ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ০৫:১৯, ২৬ নভেম্বর ২০১৮

 ব্লক মার্কেটে ২৩  কোটি টাকার  লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এসব কোম্পানির লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩ কোটি ২৬ লাখ ৫৯ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ৫ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিক হোটেল এ্যান্ড রিসোর্টস লিমিটেড। কোম্পানির ৫ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে রেনেটা। কোম্পানির ৪ কোটি ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া আমান কটন ফাইব্রাস লিমিটেড ১৬ লাখ ১৭ হাজার, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ২৭ লাখ, বিবিএস ক্যাবলস লিমিটেড ৯ লাখ ৬২ হাজার, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ৯ লাখ ৪৭ হাজার, ব্র্যাক ব্যাংক ৫৬ লাখ ৮০ হাজার, ইনটেক লিমিটেড ৫৫ লাখ ১৬ হাজার, লিগ্যাসি ফুটওয়্যার ১ কোটি ৮৪ লাখ ৮০ হাজার, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৫ লাখ, মুন্নু জুট স্টাফলার্স ১ কোটি, ওরিয়ন ইনফিউশন ১২ লাখ ৪০ হাজার, ওয়াটা কেমিক্যালস লিমিটেডের ৩৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
×