ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সূচক কমলেও বেড়েছে লেনদেন

প্রকাশিত: ০৫:১৮, ২৬ নভেম্বর ২০১৮

সূচক কমলেও বেড়েছে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার কার্যদিবস উত্থানের পর রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১১০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৮৪টি প্রতিষ্ঠান। আর দাম অপরিবর্তিত রয়েছে ৩১টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ২৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ২২১ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন ডিএসইতে মোট ৫৬৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে শেয়ার লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৬৪ লাখ টাকার। সে হিসাবে লেনদেন বেড়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে রবিবার সব থেকে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের শেয়ার। এদিন কোম্পানিটির ২৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইনটেক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭০ লাখ টাকার। ২০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। লেনদেনে এরপর রয়েছে- সায়হাম কটন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ওয়াটা কেমিক্যাল, প্যারামাউন্ট টেক্সটাইল, কাট্টালি টেক্সটাইল, শেফার্ড ইন্ডাস্ট্রিজ এবং আইটি কনসালটেন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএসসিএক্স ৬২ পয়েন্ট কমে ৯ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া ২২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে ৫৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
×