ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট

প্রকাশিত: ০৫:১৭, ২৬ নভেম্বর ২০১৮

এ্যাপলকে টপকে শীর্ষে মাইক্রোসফট

৭৫,৩৩০ কোটি ডলারের বাজারমূল্য নিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাজারমূল্যের প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। ২০১০ সালের পর প্রথমবারের মতো মার্কিন টেক জায়ান্ট এ্যাপলকে টপকে এই শীর্ষস্থান নিল মাইক্রোসফট। চলতি বছর আগস্টে প্রথম ট্রিলিয়ন ডলার প্রতিষ্ঠান হওয়া এ্যাপলের বাজারমূল্য শুক্রবার ৭৪,৬৮০ কোটি ডলারে নেমে আসে। প্রত্যাশা অনুযায়ী আইফোন বিক্রি করতে না পারাকেই এ্যাপলের বাজারমূল্য কমার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান তালিকায় ৭৩,৬৬০ কোটি ডলার নিয়ে তৃতীয় অবস্থানে আছে মার্কিন ই-কমার্স জায়ান্ট এ্যামাজন ও ৭২,৫৫০ কোটি ডলার নিয়ে চতুর্থ অবস্থানে আছে ওয়েব জায়ান্ট গুগলের মূল প্রতিষ্ঠান এ্যালফাবেট। এ্যাজিউর ক্লাউড, গেইমিং ও সারফেস ল্যাপটপ-এ আয় বাড়ানোর মাধ্যমে মাইক্রোসফটের ২০১৯ অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় এসেছে ২৯১০ কোটি ডলার; মোট লাভ হয়েছে ৮৮০ কোটি ডলার। -অর্থনৈতিক রিপোর্টার
×