ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে উচ্চ বিদ্যুত উৎপাদন প্রকল্প চালু করল চীন

প্রকাশিত: ০৫:১৬, ২৬ নভেম্বর ২০১৮

সবচেয়ে উচ্চ বিদ্যুত উৎপাদন প্রকল্প চালু করল চীন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের সবচেয়ে সুউচ্চ বিদ্যুত উৎপাদন প্রকল্প চালু করেছে চীন। শুক্রবার জাতীয় গ্রিডের সঙ্গে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্বায়ত্ত্বশাসিত অঞ্চল তিব্বতে নির্মিত ওই প্রকল্প যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে অঞ্চলটিতে বিদ্যুত বিতরণ কার্যক্রমের আরও উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। ওই প্রকল্পেরও আওতায় ১৬টি পাঁচ’ কিলোভোল্টের সাব-স্টেশন সংস্কারের পাশাপাশি মাংকাম কাউন্টির সঙ্গে সাংরি কাউন্টির দুই হাজার ৭৩৮ কিলোমিটার দৈর্ঘ্য তারের সংযোগ স্থাপন করা হয়েছে।
×