ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এপ্রিলে শুরু হচ্ছে কৃষি শুমারি

প্রকাশিত: ০৫:১৫, ২৬ নভেম্বর ২০১৮

 এপ্রিলে শুরু হচ্ছে  কৃষি শুমারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী এপ্রিলে শুরু হচ্ছে ‘কৃষি শুমারি ২০১৮’। এই শুমারির মাধ্যমে সারাদেশের শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) এরই মধ্যে এ বিষয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে দুই দিনব্যাপী জোনাল অপারেশন প্রশিক্ষণ কর্মসূচীও। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রথম জোনাল অপারেশনে নিয়োজিত বিভাগীয় জেলা শুমারি সমন্বয়কারীদের জন্য এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উপ-মহাপরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) আবুয়াল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি প্রকল্পের প্রকল্প পরিচালক জাফর আহমেদ খান। অনুষ্ঠানে আরও জানানো হয়, শুমারির প্রাক্কালে প্রাথমিক পর্যায়ে জোনাল অফিসারদের মাধ্যমে শুমারি প্রস্তুতিমূলক কাজ শেষ করতে জোনাল অপারেশনের আয়োজন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে সব মৌজা বা মহল্লার গণনা এলাকার স্কেচ ম্যাপে সীমানা নির্ধারণ ও সীমানা দেখানোসহ ম্যাপে যাবতীয় ল্যান্ডমার্ক হালনাগাদ করা হবে। এছাড়া গণনা এলাকা নির্ধারণের পাশাপাশি মৌজা বা মহল্লার তালিকা হালনাগাদ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে বিকাশ কিশোর দাস বলেন, আমাদের কৃষির বহুমুখীকরণ হয়েছে। অনেক বৈচিত্র্যময় ফসল এসেছে। তাছাড়া কৃষির ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারও বেড়েছে। এই শুমারির মাধ্যমে কোন কোন ফসল কী পরিমাণ উৎপাদন হয় বা এসব উৎপাদনে কত মানুষ জড়িত, সেসব তথ্য উঠে আসবে। পাশপাশি কৃষি খাতে কী ধরনের পরিবর্তন এসেছে কিংবা অর্থনীতিতে কৃষির অবদান কতটুকু- এমন তথ্যও পাওয়া যাবে। শুমারি পরিচালনা করতে গিয়ে যেসব চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলা করে সবাইকে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে আবুয়াল হোসেন বলেন, এখনও অনেকেই জানেন না আমাদের দেশে কী ধরনের ধান উৎপাদন হয় এবং কোন সময় কোন ফসল উৎপাদন হয়। নতুন নতুন কী ধরনের ফসল উৎপাদন হয়, অনেকেই সেগুলোর নামও জানেন না। শুমারির মাধ্যমে সবকিছুই উঠে আসবে।
×