ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪২ লাখ টাকার হেডফোন!

প্রকাশিত: ০৫:১২, ২৬ নভেম্বর ২০১৮

৪২ লাখ টাকার হেডফোন!

হেডফোনে গান শোনা কিংবা ভিডিও দেখা বর্তমান জেনারেশনের অন্যতম শখ। তবে গান শোনারও ধরন আছে। কেউ গান শোনেন নিছকই মন ভাল করতে। সুর-তাল-লয় নিয়ে বিশেষ মাথা ঘামান না। আবার কেউ গান শোনার বিষয়ে বেশ খুঁতখুঁতে। শিল্পীর কণ্ঠস্বর থেকে মিউজিকের চড়াই-উতরাই, সবটাই একেবারে চুলচেরা বিশ্লেষণ করেন। তাই হেডফোন ব্যবহারেরও ধরন আলাদা আলাদা। কেউ ফুটপাথে বিক্রি হওয়া ৩০-৪০ টাকার হেডফোনেই খুশি। কারও আবার হেডফোনের দাম হাজার ছাড়িয়ে যায়। তবে যত বড়ই শিরসম্রাজ্ঞী হোন না কেন, নতুন এই হেডফোনের দাম শুনলে বুকে একটু ধাক্কা লাগবে বৈকি! হাইফাইম্যান ইলেকট্রনিক্স নামে এক সংস্থা তৈরি করেছে শ্যাংগ্রি-লা ইলেকট্রসটাটিক হেডফোন সিস্টেম। উচ্চ প্রযুক্তির এবং দামী হার্ডওয়্যার তৈরির ক্ষেত্রে এই সংস্থার বেশ সুনাম রয়েছে। সংস্থাটির জিনিসপত্র কিনতে পছন্দ করেন অনেকেই। ২০০৭ সালে ফাং বিয়ান এই সংস্থা তৈরি করেন। তার তৈরি বিশেষ ন্যানো টেকনোলজিতে এই সংস্থা বিভিন্ন ধরনের অসাধারণ প্রোডাক্ট বাজারে আনে। এই হেডফোনও সে রকমই একটি প্রোডাক্ট। এটির দাম ধরা হয়েছে, ৪১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। তবে এক ধাক্কায় অত খরচ না করলেও চলবে। মাসে মাসে কিস্তির সুবিধা রয়েছে। এই কিস্তিও কিন্তু নেহায়েত কম নয়। মাসে মাত্র ৩ লাখ ৬৯ হাজার ৭৬২ টাকা। টেকট্রি অবলম্বনে।
×