ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ১৬ আসনে আওয়ামী লীগের ১৩ প্রার্থী

প্রকাশিত: ০৫:১০, ২৬ নভেম্বর ২০১৮

 চট্টগ্রামে ১৬ আসনে  আওয়ামী লীগের  ১৩ প্রার্থী

মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম অফিস ॥ আগামী সংসদ নির্বাচন কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরী ও জেলায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের বিষয়টি সময়োপযোগী ও সঠিক হিসাবেই আলোচিত হচ্ছে। চট্টগ্রাম জেলার ১৬ আসনের মধ্যে ৩টি বাদ রেখে ১৩টিতে আওয়ামী লীগ দলীয় ১৩ প্রার্থীকে টিকেট দেয়া হয়েছে। মনোনয়ন প্রাপ্তিতে আগ্রহীদের তালিকা ছিল দীর্ঘ। যাচাই বাছাই শেষে দলীয় হাইকমান্ডের সবুজ সঙ্কেত নিয়ে নির্বাচনী বোর্ড রবিবার ১৩ আসনে দলীয় প্রার্থীদের টিকেট দিয়েছে। এতে পুরনোদেরই আধিক্য ঘটেছে। নতুন হিসেবে মহানগরীর প্রধান আসন অর্থাৎ কোতোয়ালী-বাকলিয়া (চট্টগ্রাম-৯) আসনে চমক ও নতুন মুখ এসেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি চট্টগ্রামের জনপ্রিয় রাজনীতিক ও সাবেক মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান। রাজনীতিতে নবাগত হলেও নওফেল ইতোমধ্যে দলীয় ছাড়াও বিভিন্ন মহলে নিজেকে সমাদৃত করতে সক্ষম হয়েছেন। ১৬ আসনের মধ্যে তিনটি ১৪ দলীয় জোটের শরিকদের জন্য রাখা হয়েছে। যা আজ-কালের মধ্যে চূড়ান্ত করা হবে। এ তিনটি আসন হচ্ছে ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর চান্দগাঁও-বোয়ালখালী। এ তিন আসনে শরিক দল ও দলের নেতা কারা পাচ্ছেন তাও অনেকটা নিশ্চিত। তবে মনোনয়ন দান প্রক্রিয়ায় শেষ দৃশ্যই বলে দেবে চূড়ান্ত ফলাফল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে যারা নির্বাচনের জন্য টিকেট পেলেন তাদের অনেকেই প্রতিদ্বন্দ্বিতার জন্য নিশ্চিত বলেই আলোচনায় এসেছে। চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনটি মহানগরীর মূল এবং এ আসনে যে প্রার্থী জয়লাভ করে সাধারণত সে দল বা জোটই সরকার গঠন করে থাকে এমন রেকর্ড অতীতের। সঙ্গত কারণে এ আসনটির প্রতি সকলের লক্ষ্য থাকে ব্যাপক। এ আসনেই আওয়ামী লীগ দলীয় প্রার্থীর টিকেট পেয়েছেন মুহিবুল হাসান চৌধুরী। বয়সে নবীন, রাজনীতিতে নবাগত নওফেল এ আসনে নির্বাচনী লড়াইয়েও চমক দেখাতে সক্ষম হবেন বলে বিভিন্ন মহলের ধারণা। একে তো আওয়ামী লীগের প্রার্র্থী, অপরদিকে চট্টলবীর খ্যাত এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান হিসেবে তার প্রতি ভোটার মহলের আলাদা এক ধরনের সমর্থন থাকবে বলে আলোচনা চলছে। এ আসনে মহিউদ্দিন চৌধুরী একবার নির্বাচন করে হেরে গিয়েছিলেন। পরবর্তীতে চট্টগ্রামের প্রথম নির্বাচিত মেয়র হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন করেছিলেন। মহিউদ্দিন চৌধুরীর বিভিন্ন কর্মকান্ড নগরবাসীর কাছে ‘মহিউদ্দিন ম্যাজিক’ হিসেবেই আলোচিত। এখন অপেক্ষার পালা তারই পুত্র নওফেল নির্বাচনে কেমন চমক দেখাতে পারবেন তা নিয়ে।
×