ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মিরপুরে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান

হিযবুত তাহরীর ও শিবিরের ১৩ জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৫:০৭, ২৬ নভেম্বর ২০১৮

  হিযবুত তাহরীর ও শিবিরের ১৩ জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে হিযবুত তাহ্রীর ও জামায়াত শিবিরের ১৩ দুর্ধর্ষ ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব শনিবার দিবাগত রাতে মিরপুরের কল্যাণপুর ও পাইকপাড়ায় গোপন সূত্রের খবরে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে, নির্বাচন সামনে রেখে সুসংগঠিত হয়ে নাশকতামূলক কর্মকা-ের উদ্দেশ্যেই তারা এসব আস্তানা গড়ে তোলে। জানা গেছে, র‌্যাব প্রথম অভিযানটা চালায় পীরেরবাগ এলাকায়। এখানকার একটি বাড়িতে অভিযান চালিয়ে নিষিদ্ধ হিযবুত তাহ্রীরের পাঁচ সদস্যকে হাতেনাতে আটক করে র‌্যাব-৪। তারা হলো, তারেক মোহাম্মদ ফয়সাল, তানভীর আহম্মেদ, মোস্তফা মোরসালীন প্রাঙ্গণ, জামিনুর রেজা ও ফারাবী খান অনিক। রবিবার র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, শনিবার রাতে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সম্পর্কে র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার চৌধুরী মঞ্জুরুল কবির র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, তাদের কাছ থেকে হিযবুত তাহ্রীরের বিভিন্ন ধরনের লিফলেট, ল্যাপটপ ও পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ফয়সাল কল্যাণপুরের আর্টিসান কোচিং সেন্টারের শিক্ষক। ২০১৩ সাল থেকে হিযবুত তাহরীরের সদস্য হন তিনি। তানভীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সে হিযবুত তাহরীর কর্মী সংগ্রাহক ও মিরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত। প্রাঙ্গণ মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ফিন্যান্স তৃতীয় বর্ষের ছাত্র। সে সংগঠনের সক্রিয় সদস্য। জামিনুর রেজা নবীন, তেজগাঁও কলেজের ফিন্যান্স বিভাগের ছাত্র। ফারাবী খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে ফলিত গণিতের তৃতীয় বর্ষের ছাত্র। অপর এক অভিযানে কল্যাণপুর এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কল্যাণপুরের ১৩ নন্বর রোডের ১৫ নম্বর বাসা থেকে তাদের আটক করে মিরপুর থানা পুলিশ। তবে প্রাথমিকভাবে গ্রেফতারকৃতদের নাম জানা যায়নি। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযান ও গ্রেফতারের তথ্য ঠিক আছে। তবে সংখ্যা এখনও নিশ্চিত নয়। কিছুক্ষণ পর বিস্তারিত বলা যাবে। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মওদুদী বই, জামায়াতের চাঁদার রশিদ বই ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মূলত নির্বাচন সামনে রেখেই নিষিদ্ধ জঙ্গী ও জামায়াত শিবির গোপন সমাঝোতায় নাশকতা চালানোর জন্য মরিয়া হয়ে আছে। র‌্যাবের গোয়েন্দা বিভাগের নজরদারিতে সম্প্রতি একটি নাশকতার প্রচেষ্টা নস্যাৎ করা হয়। কল্যাণপুর ও পাইকপাড়া এলাকায় খুব কাছাকাছি তাদের আস্তানা গড়ে তোলায় প্রমাণ করে তারা এখনো নেটওয়ার্ক রক্ষা করেই সক্রিয় রয়েছে।
×