ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের মনোনয়নে যে সব নতুন মুখ এলো আর বাদ পড়ল যারা

প্রকাশিত: ০৫:০১, ২৬ নভেম্বর ২০১৮

 আওয়ামী লীগের মনোনয়নে যে  সব নতুন মুখ এলো আর  বাদ পড়ল  যারা

বিশেষ প্রতিনিধি ॥ দলীয় মনোনয়নে নতুনের পরিবর্তে পুরনোতেই আস্থা রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে নৌকার নতুন মাঝি হিসেবে মাশরাফি বিন মর্তুজা, চিত্রনায়ক ফারুক, প্রয়াত মেয়র মহিউদ্দিন আহমদের পুত্র ব্যারিস্টার নওফেল, প্রয়াত আবদুল জলিলের পুত্র ব্যারিস্টার নিজাম জলিল ডন, অর্থমন্ত্রীর সহোদর ড. আবদুল মোমেনকে যেমন বেছে নিয়েছেন, ঠিক তেমনি জনপ্রিয়তায় টিকতে না পারা দলের অন্যতম কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আফম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হকসহ বেশকিছু আলোচিত এমপিকে সাইড লাইনে রাখতেও চমক দেখিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নানা জল্পনা-কল্পনার পর অবশেষে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের আনুষ্ঠানিক চিঠি প্রদান শুরু করেছে আওয়ামী লীগ। এবার যেহেতু সব দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাই পরিচ্ছন্ন ভাবমূর্তি ও এলাকায় গ্রহণযোগ্যতা এবং বিজয়ের সম্ভাবনা বিবেচনায় এবার বেশ কিছু নতুন মুখ বেছে নিয়েছেন টানা দুইবার সরকারে থাকা আওয়ামী লীগ। দলের বড় নেতা কিন্তু নির্বাচনী এলাকায় গ্রুপিং-দ্বন্দ্ব ও কোন্দলের শিকার এমন কাউকেই মনোনয়ন দেয়ার ঝুঁকি নেয়নি দলটির নীতিনির্ধারকরা। বিতর্কিত ও সমালোচিত এমপিরা বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। সূত্র জানায়, বিজয়ের সম্ভাবনা বিচার করেই দলের অনেক সিনিয়র নেতাদের সাইড লাইনে রেখে নির্বাচনী এলাকায় জনপ্রিয় ক’জন তরুণ নেতাকে এবার নৌকার মাঝি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের মতে, দলীয় কোন্দলে জড়িত, এলাকায় যোগাযোগ কম থাকা এবং নানা কারণে বিতর্কিতদের এবার বাদ দেয়া হয়েছে। অগ্রাধিকার দেয়া হয়েছে পরিচ্ছন্ন ভাবমূর্তির নিবেদিত প্রাণ রাজনীতিকদের। এবার আওয়ামী লীগের নির্বাচনী লড়াইয়ে বেশকিছু আসনে নতুন মুখ নৌকার মাঝি হয়েছেন। ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমানের পরবর্তে নড়াইল-২ আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিমকে বাদ দিয়ে মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। ঢাকা-১৩ আসনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক ফারুকও এবার মনোনয়ন পেয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা-১৭ আসনে। এই আসনের বর্তমান এমপি বিএনএফের এসএম আবুল কালাম আজাদ। সাবেক ডেপুটি স্পীকার কর্নেল (অব) শওকত আলীর পরিবর্তে শরিয়তপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এএকেএম এনামুল হক শামীম। এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগেই বলেছিলেন তিনি নির্বাচন করবেন না। এ কারণে সিলেট-১ আসনে নৌকার নতুন মাঝি হয়েছেন অর্থমন্ত্রীর সহোদর ড. এ কে আবদুল মোমেন। বর্তমান সংসদ সদস্য এ্যাডভোকেট সোহরাব উদ্দিনের পরিবর্তে এবার কিশোরগঞ্জ-২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ। শরিয়তপুর-১ আসনে দলের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের পরবর্তে মনোনয়ন দেয়া হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপুকে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পরিবর্তে চট্টগ্রাম-৯ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন আহমদের পুত্র ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পরিবর্তে নেত্রকোনা-২ আসনে মনোনয়ন পেয়েছেন আশরাফ আলী খান খসরু। এছাড়া নেত্রকোনা-১ আসনে এমপি ছবি বিশ্বাসের পরিবর্তে মানু মজুমদার এবং নেত্রকোনা-৩ আসনে ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুর পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। এদিকে পিরোজপুর-১ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এ্যাডভোকেট শম রেজাউল করিম। বাদ পড়েছেন বর্তমান এমপি এএকেএমএ আউয়াল। দলের আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল রহমানেরও কপাল পুড়েছে। দলের একাধিক প্রার্থী থাকায় সাবেক সচিব মঞ্জুরুল ইসলামকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। বহুল আলোচিত-সমালোলিত আবদুর রহমান বদিকে বাদ দিয়ে কক্সবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে তার সহধর্মিণী শাহীন আক্তার চৌধুরীকে। দলের বর্তমান এমপি অনুপম শাজাহান জয়ের পরিবর্তে টাঙ্গাইল-৮ আসনে এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে প্রার্থী করা হয়েছে। সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাসহ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসনকেও জামালপুর-৫ আসনে এবং বর্তমান এমপি হাবিবুর রহমান মোল্লার সঙ্গে মনোয়ার হোসেন মনুকে ঢাকা-৫ আসনে যৌথভাবে দলের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানা গেছে। নতুন মুখে মনোনয়ন পাওয়া আরও অনেকে রয়েছেন। এর মধ্যে পটুয়াখালী-৩ আসনে বর্তমান এমপি আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতা শাহজাদা সাজুকেও দলের মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। হত্যা মামলার আসামি হয়ে বর্তমানে কারাগারে থাকা এমপি আমানুর রহমান রানার পরিবর্তে টাঙ্গাইল-৩ আসনে তার বাবা আতাউর রহমান খানকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। এবার নতুন নৌকার মাঝি হয়েছেন- এ্যাডভোকেট সাইফুজ্জান শিখর (মাগুরা-১), ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ডন (নওগাঁ-৫), মজহারুল হক প্রধান (পঞ্চগড়-১), শহিদুল ইসলাম বকুল (নাটোর-১), ড. আব্দুল আজিজ (সিরাজগঞ্জ-৩), আব্দুল মোমিন মন্ডল (সিরাজগঞ্জ-৫), শেখ জুয়েল (খুলনা-২), মেজর জেনারেল (অব) নাসির উদ্দিন (যশোর-২), তানভীর হাসান চৌধুরী ছোটন (টাঙ্গাইল-২), সালমান এফ রহমান (ঢাকা-১), নেছার উদ্দিন (মৌলভীবাজার-৩) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমদের স্ত্রী সেলিমা আহমদ (কুমিল্লা-২)। এসব আসনে নতুন মুখ আসায় বাদ পড়েছেন বর্তমান অনেক সংসদ সদস্যরা। যথাক্রমে তারা হলেন- এটিএম আব্দুল ওয়াহাব, মোঃ আব্দুল মালেক, জাসদ নেতা নাজমুল হক প্রধান, আবুল কালাম, গাজী ম ম আমজাদ হোসেন মিলন, আঃ মজিদ মন্ডল, মুহাম্মদ মিজানুর রহমান, মনিরুল ইসলাম, খন্দকার আসাদুজ্জামান, জাতীয় পার্টির এমপি সালমা ইসলাম, সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় পার্টির সংসদ সদস্য মোহাম্মদ আমির হোসেন।
×