ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোর ৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ নভেম্বর ২০১৮

যশোর ৬ কেশবপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী ইসমাত আরা সাদেক

নিজস্ব সংবাদদাদা, কেশবপুর ॥ আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে যশোর ৬ কেশবপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। রবিবার আওয়ামী লীগের প্রার্থীদের চুড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়। এতে যশোর ৬ কেশবপুর আসনে দলের সভানেত্রী শেখ হাসিনা ইসমাত আরা সাদেককে আবারও নৌকার মনোনয়ন দিয়েছেন। কেশবপুরের ব্যাপক উন্নয়ন করায় এবং আগামীতে মডেল কেশবপুর পাওয়ার আশায় ইসমাত আরা সাদেককে জননেত্রী আবারও মনোনয়ন প্রদান করায় এলাকায় আনন্দমিছিল, মিষ্টি বিতরন চলছে। চলছে আনন্দ উল্লাস যা ফেসবুকে লাইভ প্রচারও করা হচ্ছে। উচ্ছ্বাস, অভিনন্দন জানিয়ে ব্যাক্তিত্বম্পন্ন এই রাজনীতিবীদের ছবি দিয়ে ফেসবুকে পোষ্ট করছেন অগনিত সমর্থকরা। ইসমাত আরা সাদেকের বিকল্প নেই যশোর ৬ কেশবপুর আসনে এমন মন্তব্য চলছে চায়ের দোকান, হাট বাজারসহ সর্বমহলে। মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মতো অনেকেই মনে করছেন একমাত্র ইসমাত আরা সাদেকই এলাকার জন্য যোগ্য প্রার্থী। বিগত নির্বাচনের মত এবারো তিনি বিপুল ভোটে জয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে যশোর ৬ আসন উপহার দিতে পারবেন। মনোনয়ন পেয়ে প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক তাঁর এক প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহ এবং কেশবপুরবাসী আমার সাথে রয়েছেন। তৃণমূলের জনগন আমাকে জয়ী করবেন বলে তিনি দৃড় পত্যায় ব্যক্ত করেছেন। উল্লেখ্য, কেশবপুর আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের কাছে তুমুল জনপ্রিয় এই নেতা। তাঁর হাত ধরেই কেশবপুর ডিজিটাল হওয়ার সুযোগ পায়। বিগত ৫ বছরে তিনি এই আসনে চোখে পড়ার মতো উন্নয়ন করেছেন। তাঁর হাতে কেশবপুরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, কেশবপুর কলেজ ও পাইলট মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরন, নতুন বিদ্যুৎ সংযোগ, রাস্তা, মসজিদ-মন্দির, মাদ্রাসাসহ নানা অবকাঠামোর উন্নয়ন হয়েছে। যা চোখে পড়ার মতো। সেকারনে এবারও প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর আস্থাভাজন ইসমাত আনমরা সাদেককে এমপি হিসেবে দেখতে চান এলাকাবাসী। তৃণমূল নেতা-কর্মী ছাড়াও উপজেলার সাধারণ ভোটারদের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
×