ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

প্রকাশিত: ০৩:১৫, ২৫ নভেম্বর ২০১৮

নওগাঁর ৬টি আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন যারা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার সারাদেশের মতো নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষনা করায় জেলা জুড়ে বইছে আনন্দের বন্যা। নওগাঁর ৬টি আসনে যারা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন, ৪৬ নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে সাধন চন্দ্র মজুমদার, ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু, ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম, ৪৯ নওগাঁ-৪ (মান্দা) আসনে মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক, ৫০ নওগাঁ-৫ (সদর) আসনে ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন এবং ৫১ নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে মোঃ ইসরাফিল আলম। ৬টি আসনের মধ্যে শুধু সদরের নিজাম উদ্দিন জলিল জন নতুন মুখ। তিনি প্রয়াত নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের পুত্র। পিতার রাজনৈতিক আদর্শ ও আওয়ামীলীগের উন্নয়নের ধারা বেগবান করতে তিনি রাজণীতিতে প্রবেশ করেছেন। এদিকে বেলা সাড়ে ১১টার দিকে জন দলীয় মনোনয়ন পেয়েছেন এমন খবরে নওগাঁ শহরে আনন্দের বন্যা শুরু হয়। শহরের সব্জিবাজার, মাছবাজার, চুরিপট্টি, কাপড়পট্টি, তুলাপট্টি, সুপারীপট্টি, হোটেলপট্টিসহ সকল হোটেল রেস্তরা, রাস্তাঘাটে আলোচনার ঝড় ওঠে। সকল শ্রেণীপেশার মানুষের আনন্দের যেন সীমা থাকেনা। কিন্তু হঠাৎ করেই বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রল নিউজে নওগাঁ-৫ (সদর) আসনে বর্তমান এমপি আব্দুল মালেক মনোনয়ন পেয়েছেন বলে প্রচার করা হয়। এমন খবরে মুহুর্তে থেমে যায় সকলের আনন্দ-উল্লাস। গোটা শহরের নৌকাভক্ত মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েন। মুখের হাঁসি উবে গিয়ে ম্লান হয়ে যায় তৃণমুল নেতা-কর্মীদের মুখ। পরবর্তীতে আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত জনের নামে দেয়া মনোনয়নপত্রের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে নওগাঁবাসী নিশ্চিত হন। বিকেলে দলীয় নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে এবং মিষ্টি খাইয়ে উল্লাস প্রকাশ করে। এছাড়া অন্য ৫ আসনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরন করে।
×