ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এমার্জিং কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক!

প্রকাশিত: ১৯:০৪, ২৫ নভেম্বর ২০১৮

এমার্জিং কাপে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক!

অনলাইন ডেস্ক ॥ এশিয়ান ক্রিকেটকে বেগবান করা এবং এশিয়ার টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে 'এমার্জিং কাপ' নামে একটি টুর্নামেন্ট চালু হচ্ছে। যেটিতে স্বভাবতই খেলবে বাংলাদেশও। তবে বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তানে। যেখানে নিরাপত্তা শঙ্কা রয়েছে প্রচুর। সম্প্রতি করাচির চীনা কনস্যুলেটে আত্মঘাতী হামলায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। তাই পাকিস্তানে খেলতে যাওয়া মানেই জীবনের ঝুঁকি। এরই মধ্যে লাহোরে এসিসির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার সময়ই নাজমুল হাসান পাপন দল পাঠানোর বিষয়ে স্বাগতিকদের আশ্বাস দিয়ে এসেছেন। সেক্ষেত্রে বাংলাদেশ যে পাকিস্তান খেলতে যাচ্ছে, তা একপ্রকার নিশ্চিত। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল গঠনের কাজও প্রায় শেষ। চট্টগ্রাম টেস্ট দুদিন আগে শেষ হয়ে যাওয়ায় আজ সকালে শেরে বাংলায় বাংলাদেশের স্কোয়াড সাজাতে বসেছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন, আজকের মধ্যেই তারা এমার্জিং কাপের দল চূড়ান্ত করে ফেলবেন। দলটির অধিনায়ক হবেন কে? নান্নুর ব্যাখ্যা, 'প্রথা মেনে জাতীয় পর্যায়ের অন্য সব দলের মতো এমার্জিং কাপে অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক মনোনয়ন দেবে বোর্ড। তবে আমাদের সুপারিশ থাকবে।' নান্নু জানিয়েছেন, এই টুর্নামেন্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে বেছে নেয়ার চিন্তা চলছে মোসাদ্দেক হোসেনকে। আরেক তরুণ নাজমুল হোসেন শান্তও ভাবনাতে আছেন। তবে শান্তর অফফর্মের কারণে তাকে নেতৃত্বের গুরুদায়িত্ব না দেয়ারই ভাবনা নান্নুর।
×