ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশী শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০৭:২১, ২৫ নভেম্বর ২০১৮

 বাংলাদেশী শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

বাংলানিউজ ॥ নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে জাকিরুল ইসলাম উকিল (১৮) নামে এক বাংলাদেশী শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে। জাকিরুল উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে এবং সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী। বিএসএফ’র বরাত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাপাহার আদাতলা বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, সকালে জাকিরুল ওষুধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। এসময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ। শনিবার বিকেলে জাকিরুলকে ফেরাতে বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠক আহবান জানিয়ে চিঠি দেয়া হয়েছে। তবে চিঠির এখনও কোন সাড়া মেলেনি বলেও জানান বিজিবি’র এ কর্মকর্তা।
×