ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমুদ্রের নিচে ডাক বাক্স

প্রকাশিত: ০৫:১৬, ২৫ নভেম্বর ২০১৮

 সমুদ্রের নিচে ডাক বাক্স

ই-মেল, মেসেজ, হোয়াটসএ্যাপ কিংবা ম্যাসেঞ্জারের মতো দ্রুত প্রযুক্তির যুগে আজকাল গোটা বিশ্বে চিঠি লেখার প্রচলন নেই বললেই চলে। লাল রঙের, গোল মাথাওয়ালা ছোট থামের মতো দেখতে সেই ডাক বাক্স যা এক সময় শহরের অলিতে গলিতে দেখা যেত, তাও এখন বিলুপ্তির পথে। তবে এমন পরিস্থিতিতেও একটি ডাক বাক্স হয়ে উঠেছে হাজার হাজার পর্যটকের মূল আকর্ষণ। হাজার হাজার চিঠি নিয়মিত জমা পড়ে এই বাক্সে। এই বাক্সে চিঠি ফেলতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার পর্যটকরা ছুটে আসেন প্রতি বছর। তবে এটা শহরের কোন প্রান্তে দাঁড়ানো সাধারণ ডাক বাক্স নয়। এর অবস্থান গভীর সমুদ্রের নিচে। ব্যতিক্রমী এই ডাক বাক্সটি রয়েছে জাপানের সুসামি শহরে। এখানে বসবাস করেন প্রায় পাঁচ হাজার মৎস্যজীবী। ১৯৯৯ সালের এপ্রিলে এখানে ‘কুমানোকোদো’ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পর্যটন প্রসারের উদ্যোগ নেয়া হয়। আর সেই সময় এক প্রবীণ পোস্ট মাস্টারের পরামর্শ অনুযায়ী ‘ডিপ সি ডাইভিং’-এর কাঠামো গড়ে তোলা হয়। এরই প্রধান অণু অঙ্গ হিসেবে সমুদ্রের গভীরে বসানো হয় ‘আন্ডার ওয়াটার পোস্টবক্স’। সমুদ্র সৈকত থেকে ১০ মিটার দূরে এবং ৩২ ফুট গভীরে বসানো হয় ডাক বাক্সটি। এ পর্যন্ত প্রায় ৩৬ হাজার চিঠি পড়েছে এই ডাক বাক্সে। -জি নিউজ অবলম্বনে।
×