ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চৌগাছার এক গ্রামেই আর্সেনিক আক্রান্ত তিন হাজার

প্রকাশিত: ০৫:০৮, ২৫ নভেম্বর ২০১৮

 চৌগাছার এক গ্রামেই  আর্সেনিক আক্রান্ত তিন হাজার

সাজেদ রহমান, যশোর অফিস ॥ জেলার চৌগাছা উপজেলার জগদিশপুর ইউনিয়নের একটি গ্রামের নাম মাড়ুয়া দক্ষিণ সাগর। গ্রামটির বেশিরভাগ মানুষই মরণব্যাধি আর্সেনিকে আক্রান্ত। এখানে চার হাজার জনসংখ্যার মধ্যে তিন হাজারের বেশি মানুষ আর্সেনিকে ভুগছেন। উপজেলার এই জনপদটি এখন আর্সেনিক গ্রাম বলেই পরিচিত। ভয়াল বিষ আর্সেনিক আক্রান্ত মাড়ুয়া গ্রামে সরেজমিনে গেলে প্রথমেই দেখা হয় কয়েক যুবকের সঙ্গে। তারা সালমা বেগম নামের এক আর্সেনিক রোগীর কথা বলেন। সেখানে গিয়ে চোখে পড়ে আধাপাকা একটি বাড়ি। চারপাশের ইটের প্রাচীর, লোহার গেট। বাড়ি দেখলেই বোঝা যায়, পরিবারটি সচ্ছল। কিন্তু গেটে তালা দেখে চিন্তায় পড়তে হয়। কারণ গ্রামের এই বাড়িতে এখন কেউ থাকে না।
×