ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অনন্য উদ্যোগ

প্রকাশিত: ০৫:০৬, ২৫ নভেম্বর ২০১৮

 ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের অনন্য উদ্যোগ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা ইউনিভার্সিটি এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্য বিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে ‘সমাজ পরিবর্তনে শিক্ষার্থী-২০১৮’ শীর্ষক প্রচারাভিযানের অভিজ্ঞতা বিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এক অনুষ্ঠানে দেশব্যাপী প্রচারাভিযানের অভিজ্ঞতা বিনিময় করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশন থেকে বৃত্তিপ্রাপ্ত ১,২০০ শিক্ষার্থী তাদের নিজ জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নানামুখী প্রচারাভিযানে অংশ নেয়। দেশের আটটি বিভাগের ৬১ জেলায় শিক্ষার্থীরা বিভিন্ন দলে ভাগ হয়ে এ কার্যক্রমে অংশগ্রহণ করে। বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করে প্রচারাভিযান চালানোর সময় তাদের অর্জিত অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের বক্তব্যে ফুটে ওঠে। এ্যালামনাইয়ের সভাপতি এ কে আজদের সভাপতিত্বে এবং মহাসচিব রঞ্জন কর্মকারের পরিচালনায় অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, এ্যালামনাইয়ের সাবেক সভাপতি মঞ্জুর এলাহী, এ্যালামনাইয়ের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। অধ্যাপক সামাদ বলেন, তারুণ্য শক্তির জয়গান নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তেমনি বয়স্কদের নিয়েও লিখেছেন। তারুণ্যের সেই শক্তিকে জাগ্রত করতে হবে। পৃথিবীকে তারুণ্য দিয়ে সেবা করতে হবে। যারা মেধা ও মননে পৃথিবীর সেবা করে গেছেন তারাই মহান, তারাই গুণীজন। এ সকল মানুষের কাছ থেকে শিক্ষা নিয়ে তোমাদেরও পৃথিবীর সেবা করতে হবে। এ কে আজাদ বলেন, শিক্ষার্থীদের প্রচারাভিযানের অন্যতম উদ্দেশ্য হলো নেতৃত্বদানের গুণাবলিকে উন্নত করা। এজন্য শিক্ষার্থীদের দেশের বিভিন্ন অঞ্চলে প্রচারাভিযানে পাঠানো হয়েছে। আশা করি তোমরা ভবিষ্যতে এ্যালামনাইয়ের দায়িত্ব নিবে এবং অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সাহায্য করবে যাতে তারা ভবিষ্যতে দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। অনুষ্ঠানের শুরুতে প্রচারাভিযানের ওপর পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হয়।
×