ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিসেম্বরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রীর নিচে

প্রকাশিত: ০৫:০৬, ২৫ নভেম্বর ২০১৮

 ডিসেম্বরে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রীর নিচে

বাংলানিউজ ॥ ঋতুচক্রে এখন হেমন্তকাল। অগ্রহায়ণ শেষে আসছে পৌষ মাস অর্থাৎ শীতকাল। তবে শীত আসার আগেই এবার শীতের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলের জেলাগুলোর মানুষ কাঁপছে শীতে। শৈত্যপ্রবাহ না থাকলেও শীতে কাবু উত্তর জনপদের মানুষ। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উত্তরাঞ্চলে শীত শুরু হলেও ঢাকাসহ মধ্যাঞ্চলে ডিসেম্বরের শুরুতে শীত বাড়বে। আর ডিসেম্বরেই দেশের ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস এক মাস আগে জানিয়েছিল, নবেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। দেশের নদী অববাহিকা এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তরাঞ্চলে নবেম্বরের শুরু থেকেই শীতের অনুভূতি শুরু হয়েছে। তাপমাত্রা কমেছে দেশের অন্যত্র। ঢাকাসহ মধ্যাঞ্চলেও শেষ রাতে শীত অনুভূত হচ্ছে। নবেম্বরে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতে আঘাত হানে। এতে দেশের তাপমাত্রার পরিবর্তন এসেছে। আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ শনিবার সকালে বলেন, এ মাসে শৈত্যপ্রবাহের সম্ভাবনা কম। ডিসেম্বরে বিশেষ করে উত্তরাঞ্চলে দুই-তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে সময় দুই-এক জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নেমে যাবে। আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু (৮-১০ ডিগ্রী সেলসিয়াস) অথবা মাঝারি (৬-৮ ডিগ্রী সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। রাতের শেষ দিক থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। অব্যাহত থাকবে স্বাভাবিক বৃষ্টিপাত। এদিকে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের শেষ দিক থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
×