ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আবু বকর হত্যার ঘটনার তদন্ত হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:০৫, ২৫ নভেম্বর ২০১৮

 আবু বকর হত্যার ঘটনার তদন্ত হচ্ছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীকে অপহরণের পর হত্যার ঘটনার সঙ্গে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নেই। তবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বের সঙ্গে দেখছে। শনিবার দুপুরে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঢাকায় মনোনয়ন ফরম কিনতে আসা যশোরের বিএনপি নেতা আবু বকর হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে। আশা করছি খুব শীঘ্রই এই ঘটনার রহস্য উদ্ঘাটন হবে। কারণ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতার সঙ্গে বিভিন্ন কাজ করছে। আর এই হত্যার সঙ্গে আসন্ন নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের একটি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন স্থানীয় বিএনপির সহসভাপতি আবু বকর আবু। গত ১৯ নম্বেবর পুলিশ তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান দেখে। প্রথমে তাকে অজ্ঞাতনামা হিসেবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পরে রাতে মর্গে লাশ দেখে বিএনপি নেতা আবু বকর আবুর লাশ বলে শনাক্ত করেন তার স্বজনরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাজধানীর দক্ষিণখানের আশকোনা থেকে কোরিয়া প্রবাসী পিএইচডি গবেষক এনামুল হক মনি নিখোঁজের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, কেউ যদি মনে করে এসব ঘটনা নির্বাচনকে ঘিরে হচ্ছে তাহলে তাদের উদ্দেশে বলছি, এসব ঘটনার সঙ্গে নির্বাচনের কোন সংশ্লিষ্টতা নেই। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
×