ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গরুর শিং নিয়ে আজ গণভোট

প্রকাশিত: ০৫:০৪, ২৫ নভেম্বর ২০১৮

 গরুর শিং নিয়ে আজ গণভোট

গরুর শিং থাকা উচিত, না আগেই কেটে দেয়া উচিত? এ নিয়ে সুইজারল্যান্ডে কৃষকদের মধ্যে চরম বিতর্কের পর দেশটিতে আজ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এক কৃষক ৮ বছর ধরে এই গণভোট আয়োজনে অক্লান্ত পরিশ্রম করে আসছেন। গরুর শিং থাকা স্বাভাবিক বিষয় হলেও সুইজারল্যান্ডে তা প্রযোজ্য নয়। দেশটিতে বেশিরভাগ গরুর শিং নেই। বাছুর থাকা অবস্থাতেই তাদের শিং বিশেষ পদ্ধতিতে পুড়িয়ে দেয়া হয়, যেন আর বড় হতে না পারে। শিং থাকলে মানুষ কিংবা প্রাণীর আহত হওয়ার আশঙ্কার কারণে সুইজারল্যান্ডে গরুর শিং রাখার নিয়ম নেই। কোন কৃষক গরুর শিং রাখলে তারা সরকার থেকে ভর্তুকিও পায় না। আর এসবের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন আরমিন কাপাউল নামের এক কৃষক। সুইজারল্যান্ডের গরুর শিং ফিরিয়ে দিতে তিনি উদ্যোগ শুরু করেন ২০১০ সালে। কেন্দ্রীয় কৃষি কার্যালয়ে একটি চিঠিও দেন তিনি। কিন্তু তাতে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। পরে ২০১৪ সালে তিনি ‘গরুর শিং’ নামে ফের নতুন উদ্যোগ শুরু করেন এবং সবাইকে অবাক করে দিয়ে তার পক্ষে ১ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করেন। সুইস আইন অনুযায়ী গণভোট আয়োজনের জন্য যত স্বাক্ষরের প্রয়োজন, এ সংখ্যা ছিল তার চেয়েও অনেক বেশি। এভাবে কৃষক আরমিনের ব্যাপক প্রচারে এক সময় সরকার গণভোট আয়োজনে রাজি হয়। আজ স্থানীয় সময় রবিবার সেই ঐতিহাসিক গণভোট। এখন দেখা যাক রায় কোন দিকে গড়ায়। ডেইলি মেইল অবলম্বনে।
×