ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি

প্রকাশিত: ০৫:০২, ২৫ নভেম্বর ২০১৮

 ২ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ২ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা। গত কয়েক বছর ধরে ৩০ নবেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হলেও এবার অতিরিক্ত দুইদিন সময় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নবেম্বরের শেষ দিন সরকারী ছুটি হওয়ায় করদাতারা বাড়তি এ সময় পাচ্ছেন বলে জানা গেছে। এদিকে এ বছর আয়কর সপ্তাহ পালন করছে না এনবিআর। এ মাসের শেষ দিন পর্যন্ত কর অঞ্চল ও সার্কেল অফিসগুলোতে আয়কর মেলার সব সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন এনবিআর কর্মকর্তারা। দেশে প্রথমবারের মতো ২০১৬ সালে আয়কর সপ্তাহ পালন করে এনবিআর। করদাতাদের বাড়তি সুবিধা দিতেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে নবেম্বরের শেষ সপ্তাহে সেজে উঠত কর অঞ্চলগুলো। বিভিন্ন সচেতনতামূলক প্রচার বাড়ায় নবেম্বরের শেষ সপ্তাহে রিটার্ন দাখিলের সংখ্যাও বেড়েছিল বলে তৎকালীন কর্মকর্তাদের ভাষ্য। তবে, বর্তমানের কর্মকর্তারা বলছেন সপ্তাহের প্রয়োজন নেই। নবেম্বরের শেষ সপ্তাহে রিটার্ন দাখিলের সময় কর অঞ্চলগুলোতে এখনও একই সুবিধা পাওয়া যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার বলেন, ‘আমরা এবার আয়কর সপ্তাহ পালন করছি না। তবে কর অফিসগুলোতে মেলার সব সুবিধা পাওয়া যাবে।’ একই ধরনের কথা বলেন এনবিআর সদস্য (আয়কর) জিয়া উদ্দিন মাহমুদও। তিনি বলেন, ‘আয়কর মেলায় যে পরিবেশে রিটার্ন দেয়া গেছে, সেবা পাওয়া গেছে, একই রকমের সুবিধা কর অঞ্চলগুলোতেও পাওয়া যাবে। কর অঞ্চল ও সার্কেল অফিসে সারাবছর একই ধরনের সেবা নিশ্চিত করতেই আমরা এবার আয়কর সপ্তাহ পালন করছি না। বরং সপ্তাহব্যাপী কর অফিসে করমেলার একই সুবিধা দেয়া হচ্ছে কীনা তা তদারকি করা হবে।’ এদিকে, সপ্তাহব্যাপী আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে আয়কর সপ্তাহকে একটি সৃজনশীল উদ্যোগ বলে জানিয়েছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। সংশ্লিষ্টরা মনে করছেন, চেয়ারম্যান তার ওই বক্তব্যে আয়কর সপ্তাহ বলতে মূলত মেলাকে বুঝিয়েছেন। আর চেয়ারম্যানের সিদ্ধান্তেই সপ্তাহ পালন থেকে সরে এসেছে এনবিআর। এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, কর অফিসেও যেন রিটার্ন দাখিলে মেলার একই পরিবেশ বজায় থাকে। নতুবা এনবিআরের কোন কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।
×