ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার হত্যাকারীদের ফাঁসি দাবি

প্রকাশিত: ০৪:২৭, ২৫ নভেম্বর ২০১৮

 কুষ্টিয়ায় সাব রেজিস্ট্রার  হত্যাকারীদের  ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুষ্টিয়া সদর থানার সাব- রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ্কে (৫৫) নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। শনিবার সকালে তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ডাংরার হাটে নিজস্ব বাসভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন তার চাচা শাহ মোঃ মোস্তাফিজুর রহমান। গত ৮ অক্টোবর কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের ভাড়া বাসায় হাত-পা বাঁধা অবস্থায় নুর মোহাম্মদ শাহ্র রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পেশাগত কাজে প্রতিপক্ষরা সুবিধা করতে না পেরে তাকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই কামরুজ্জামান শাহ পরদিন কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত ৮ অক্টোবর কুষ্টিয়া সদর থানার সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ্ রাত ৯টা ৫১ মিনিটে বাবর রোডের ভাড়া বাসায় তার অফিসের পিয়ন ফারুক রাতের খাবারের জন্য কলিং বেল বাজায়। তিনি দরজা খুলে দিলে পিয়নের বদলে ৪ যুবক ঘরে প্রবেশ করে প্রথমে তার মুখ গামছা দিয়ে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। এরপর তারা টাকা-পয়সা খুঁজে না পেয়ে তাকে রান্নাঘরে নিয়ে গিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
×