ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপকল্প বাস্তবায়নে কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৪:২৬, ২৫ নভেম্বর ২০১৮

 রূপকল্প বাস্তবায়নে  কারিগরি শিক্ষার  প্রসার প্রয়োজন ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি আছে। তাদের এই শক্তি ও মেধার কারণে দেশ এগুচ্ছে। শিক্ষার্থীদের এই মেধাকে যথাযথ পরিচর্চা করা গেলে দেশীয় প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে নগরীর অনেক সমস্যার সমাধান করা সম্ভব। ২০২১ সালের মধ্যে রূপকল্প বাস্তবায়নে কারিগরি শিক্ষার আরও প্রসারতায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শনিবার সকালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত রিজিওনাল স্কিলস কম্পিটিশন-২০১৮ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন একথা বলেন। মেয়র বলেন, শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা আছে। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নুরুল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল মাদ্রাসা এডুকেশন বিভাগের এ্যাডিশনাল সেক্রেটারি এ কে এম জাকির হোসাইন ভূঁইয়া, টেকনিক্যাল এ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনের ডেপুটি সেক্রেটারি সুবোধ চন্দ্র পাল, স্কিলস এ্যান্ড ট্রেনিং ম্যানেজমেন্ট এজেন্ট স্টেপের উপ প্রকল্প পরিচালক ও ডেপুটি সেক্রেটারি ফখরুল কবির। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সাউদার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার আলী আশরাফ। এই রিজিওনাল স্কিলস কম্পিটিশন প্রতিযোগিতায় চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, ডেফোডিল ইনস্টিটিউট অব আইটি চিটাগাং, শ্যামলী আইডিয়েল পলিটেকনিক ইনস্টিটিউট চিটাগাং, শ্যামলী আইডিয়েল ইঞ্জিনিয়ারিং কলেজ লক্ষ্মীপুর, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি), প্রগেসিভ পলিটেকনিক ইনস্টিটিউট, চিটাগাং লাইয়েন্স এ্যান্ড টেকনোলজি (সিএসটিআই), চিটাগাং টেকনিক্যাল কলেজ, ন্যাশনাল পলিটেকনিক কলেজ অংশ নেয়।
×