ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ছয় জাহাজ কেনার অনুমোদন ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৫, ২৫ নভেম্বর ২০১৮

 আরও ছয় জাহাজ  কেনার অনুমোদন ॥ নৌমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী মালিকানার বিএসসি (বাংলাদেশ শিপিং কর্পোরেশন) অতীতে লোকসানে জর্জরিত থাকলেও বর্তমানে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সংস্থার নৌবহরে জাহাজ সংখ্যা হ্রাস পেতে পেতে একেবারে শেষপর্যায়ে আসার পর এখন আবার বৃদ্ধি পাচ্ছে। শনিবার সংস্থার ৪১তম সাধারণ সভায় এসব তথ্য বেরিয়ে আসছে নৌপরিবহন মন্ত্রী, নৌ সচিবসহ সংশ্লিষ্টদের বক্তব্য থেকে। দুপুরে চট্টগ্রাম বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে সংস্থার এ বার্ষিক সাধারণ সভায় নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান জানান, চীন থেকে ৬ সমুদ্রগামী জাহাজ আমদানি পক্রিয়ার বাইরে এ সংস্থার জন্য সরকার আরও ৬ জাহাজ সংযোজনের জন্য অনুমোদন দিয়েছে। নৌপরিবহন সচিব মোঃ আবদুস সামাদ জানান, বিএসসি এখন লাভজনক প্রতিষ্ঠান। বিএসসির বহরে জাহাজের সংখ্যা ২৫টিতে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী দুই বছরে ১০টি নতুন জাহাজ সংস্থার বহরে যুক্ত করার অনুমোদন দিয়েছে বর্তমান সরকার। ইতোমধ্যে দুটি নতুন সমুদ্রগামী জাহাজ এ সংস্থার বহরে যুক্ত হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে আসবে আরও ৪টি জাহাজ। নৌ পরিবহন মন্ত্রী বলেন, সরকার বিদ্যুত খাতের উন্নয়নে এলএনজি ও কয়লাভিত্তিক বিদ্যুত প্রকল্পের জন্য কয়লা আমদানি হবে। এসব কাঁচামাল ও সরকারী পর্যায়ে আমদানির জ্বালানি তেল পরিবহনের লক্ষ্যে বিএসসির জন্য বিভিন্ন ধরনের জাহাজ ক্রয়ের পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, এর পাশাপাশি বিএসসি মেরিটাইম শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার কাজও চালিয়ে যাচ্ছে। নৌ সচিব বলেন, সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে ব্লুইকনোমির পথ সুগম হয়েছে। এখন সরকারী ও বেসরকারী পর্যায়ে সমুদ্রগামী জাহাজ কেনা প্রয়োজন। এ লক্ষ্যে সরকার জাহাজ আমদানির ওপর ২৫ শতাংশ ছাড় দিচ্ছে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক ইয়াইয়া সৈয়দ সচিব খালেদ মাহমুদ, শেয়ারহোল্ডার কবির আহমেদ চৌধুরী, হীরা লাল বণিক প্রমুখ।
×