ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় আগুনে আট ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:২৪, ২৫ নভেম্বর ২০১৮

 ভোলায় আগুনে আট ব্যবসা  প্রতিষ্ঠান  পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৪ নবেম্বর ॥ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে অগ্নিকন্ডে আট ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নিভাতে গিয়ে অন্তত ১০ আহত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা যায়, ইউসুফের মোবাইলের দোকান থেকে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাজারে দ্রুত আগুন ছড়িয়ে পরে। অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে ব্যবসায়ী কবির হোসেনের কাপড়ের দোকান, নারায়ণ চন্দ্র মন্ডলের ওষুধের দোকান, সামসুদ্দিন ফরাজীর মুদি দোকান, জসিম উদ্দিনের ওষুধের দোকান, পিন্টুর ওষুধের দোকান, জসিমউদ্দিন সিকদারের জাল-সুতার দোকান, এনায়েত হোসেনের হোমিও ফার্মেসি। এদিকে স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভাতে গিয়ে মোশারেফ হোসেন, মেরাজ মৃধা, বাবলু মাতব্বর, বেলাল হোসেন, নিরব, হোসেন হাজারী, বাখের মৃধা, জাকির সরদার, বেলাল পোদ্দার, রহমান পোদ্দারসহ ১০ জন আহত হয়েছে।
×