ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তালতলীতে আওয়ামী লীগ নেতার ওপর হামলা ॥ আহত চার

প্রকাশিত: ০৪:২৩, ২৫ নভেম্বর ২০১৮

 তালতলীতে আওয়ামী লীগ  নেতার ওপর হামলা ॥ আহত চার

নিজস্ব সংবাদদাতা, আমতলী,বরগুনা, ২৪ নবেম্বর ॥ বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুজ্জামান তনুর ওপর শুক্রবার রাত নয়টার দিকে সন্ত্রাসীরা হামলা করেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল ফরাজীকে আটক করেছে পুলিশ। দু’পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনার সময় সাবেক বিএনপি নেতা অস্ত্র প্রদর্শন করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। শনিবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছোটবগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান তনুর সঙ্গে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজীর বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে বরগুনা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত নলবুনিয়া শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের জোসনা উৎসবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রেজবিউল কবির জোমাদ্দার, সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান তনু যান। ওই উৎসব থেকে ফেরার পথে নলবুনিয়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় দুলাল ফরাজীর নেতৃত্বে ১০/১২ সন্ত্রাসী তনুর মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাদের ওপরও হামলা করে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ওপর হামলার খবর পেয়ে তার সমর্থকরা ঘটনাস্থলে পৌঁছে। এ সময় দুলাল ফরাজীর সমর্থক জসিম চৌকিদার, জলিল ফকির, হাসান, বারেক ও জালালসহ অর্ধ শতাধিক লোকজন দেশীয় অস্ত্র দিয়ে সাধারণ সম্পাদকের লোকজনকে ধাওয়া করে। দু’পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া, পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সাবেক বিএনপি নেতা অস্ত্র প্রদর্শন করেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুলাল ফরাজীকে গ্রেফতার করে। দু’পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়ায় দেলোয়ার হোসেন, রিয়াজ আহম্মেদ ও শাহীন হাওলাদার জখম হয়। দু’পক্ষের ধাওয়া, পাল্টাধাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তনুকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় দুলাল ফরাজীকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তনু বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেছেন। শনিবার পুলিশ দুলাল ফরাজীকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
×