ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসন বণ্টন নিয়ে আলোচনা আরও চলবে ॥ হাওলাদার

প্রকাশিত: ০৪:২০, ২৫ নভেম্বর ২০১৮

আসন বণ্টন নিয়ে  আলোচনা আরও  চলবে ॥ হাওলাদার

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘মহাজোটের আসন বণ্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। এই আলোচনা আরও চলবে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে। স্বল্প সময়ের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে বলেও জানান তিনি। শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে ফেনী জেলা জাপার সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল (অব) মাসুদ উদ্দিন চৌধুরীসহ জেলা জাপার বিভিন্ন স্তরের নেতারা এতে অংশ নেন। সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসন বণ্টন নিয়ে জাপার আট সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর ১৪ দলের শরিক দলগুলোও বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে কোন দল কত আসন পেল এ বিষয়ে মুখ খুলেনি কোন নেতাই। তবে ওবায়দুল কাদের বলেছেন, ৭০টি আসনের বেশি ছাড় দেবে না আওয়ামী লীগ। শুক্রবার রাতে মহাজোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন জাপা চেয়ারম্যান এরশাদ। বৈঠকে ৫০টি আসন নিয়ে দেন দরবার হয়।
×