ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী নিহত

প্রকাশিত: ০৪:২০, ২৫ নভেম্বর ২০১৮

 দক্ষিণ আফ্রিকায়  দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী  নিহত

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ২৪ নবেম্বর ॥ দক্ষিণ আফ্রিকায় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মেহেদী হাসান তরুণ (৪৫) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন। তিনি জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর দোয়ানিপাড়া গ্রামের আলহাজ মোঃ রেজাউল করিম ও অবসরপ্রাপ্ত শিক্ষিকা হাসনা হেনা দম্পতির ছেলে। ওই ঘটনায় তার দশ বছরের এক ছেলেও গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার লিম্পুপো ও পুমালাঙ্গা প্রদেশের সীমান্তে সিয়াবুসেয়াতে স্থানীয় সময় বিকেল পাঁচটারদিকে নৃশংস এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ীর কোন প্রতিদ্বন্দ্বী পক্ষ ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে তাকে হত্যা করে থাকতে পারে বলে পরিবারের স্বজনরা ধারণা করছেন। পারিবারিক সূত্র জানায়, মেহেদী হাসান তরুণ ২০০১ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। দেশটির পুমালাঙ্গা প্রদেশের সিয়াবুসেয়াত নামক গ্রামে তিনি স্থানীয় আফ্রিকান এক নারীকে বিয়ে করেন এবং নাগরিকত্ব পান। পুমালাঙ্গা প্রদেশে তিনি একজন সফল ব্যবসায়ী। তার ১০ বছরের এক ছেলে ও ৬ বছরের এক মেয়ে রয়েছে। ১৮ বছর ধরে তিনি স্থায়ীভাবে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছিলেন। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে একমাত্র ছেলেকে নিয়ে বাংলাদেশে নিজ বাড়িতে এসেছিলেন। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। মেহেদী হাসানের মামা জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু জনকণ্ঠকে জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল পাঁচটারদিকে দক্ষিণ আফ্রিকার লিম্পুপো ও পুমালাঙ্গা প্রদেশের সীমান্তে সিয়াবুসেয়াত এলাকায় অজ্ঞাত বন্দুকধারী দুর্বৃত্তদের গুলিতে মেহেদী হাসান নিহত এবং তার দশ বছর বয়সী এক ছেলে গুলিবিদ্ধ হয়।
×