ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সকল দলের ইশতেহারে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ দাবি

প্রকাশিত: ০৪:১৯, ২৫ নভেম্বর ২০১৮

 সকল দলের ইশতেহারে  দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের সুযোগ দাবি

স্টাফ রিপোর্টার ॥ একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ডিবেট ফর ডেমোক্রেসি। সম্প্রতি অনুষ্ঠিত দৃষ্টি প্রতিবন্ধীদের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কয়েকজনের চাকরির ব্যবস্থা করেছে সংগঠনটি। প্রথম পর্যায়ে তিনজন দৃষ্টি প্রতিবন্ধীকে নিয়োগপত্র দেয়া হয়। পরবর্তী সময় পর্যায়ক্রমে আরও চাকরির আশ্বাস দেয়া হয় সংগঠনের পক্ষ থেকে। শনিবার এফডিসিতে আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আগামী নির্বাচনে সকল দলের ইশতেহারে দৃষ্টি প্রতিবন্ধীদের কর্মসংস্থানের উল্লেখ রাখার দাবি জানান। চাকরি প্রদান অনুষ্ঠানে চিত্রনায়ক ও উদ্যোক্তা অনন্ত জলিল আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ে ৩ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চিত্রনায়িকা বর্ষা, শিল্প উদ্যোক্তা সুমন ফারুক, অধ্যাপক আবু রইস, ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন ও লে. কর্নেল (অব.) জুলফিকার আলী মজুমদার। ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শিক্ষাজীবন সমাপ্ত করে অনন্ত জলিল গ্রুপে চাকরি পাওয়া তিন দৃষ্টি প্রতিবন্ধী বিতার্কিকরা হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রিপা তাবাসসুম, সমাজবিজ্ঞান বিভাগের পারুল বেগম এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পারভীন আক্তার। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক প্রতিবন্ধী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের নিয়ে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করতে গিয়ে দেখি সব যোগ্যতা থাকা সত্ত্বেও কর্মে প্রবেশে তাদের নানা বৈষম্যের শিকার হতে হয়। সেই থেকে আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থানের চেষ্টা করছিলাম। এরই ধারাবাহিকতায় আজ তিন জনের মধ্যে চাকরি প্রদান করা হয়। এই চলমান প্রক্রিয়া আমরা আশা রাখি অব্যাহত থাকবে।
×