ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষ ও প্রশিক্ষিত প্যাথলজিস্টের প্রয়োজনীয়তায় গুরুত্বারোপ

প্রকাশিত: ০৪:১৮, ২৫ নভেম্বর ২০১৮

 দক্ষ ও প্রশিক্ষিত প্যাথলজিস্টের প্রয়োজনীয়তায় গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার ॥ সঠিক রোগ নির্ণয় ব্যবস্থার ওপর একজন রোগীর মান সম্মত চিকিৎসার বিষয়টি নির্ভর করে। রোগ নির্ণয়ের রিপোর্ট সঠিক না হলে একজন চিকিৎসকের পক্ষেও যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হয়ে ওঠে না। তাই চিকিৎসা সেক্টরে দক্ষ ও প্রশিক্ষিত প্যাথলজিস্টের প্রয়োজনীয়তা অপরিহার্য। শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডাঃ মিলন হলে বাংলাদেশ সোসাইটি ও প্যাথলজিস্টস-এর ৩১তম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডাঃ সাহলা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ তাহমিনা হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ মোঃ রুহুল আমিন মিয়া। সংগঠনের মহাসচিবের বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আহমেদ আবু সালেহ। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক এ এন নাসিম উদ্দিন আহমেদ। জাতীয় অধ্যাপক ডাঃ সাহলা খাতুন বলেন, ভাল চিকিৎসক হওয়ার সঙ্গে সঙ্গে ভাল মানুষও হতে হবে। সব সময় সেবার মনোভাগ অটুট রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, বেসিক সায়েন্সে চিকিৎসকরা যাতে আরও বেশি করে আসেন সেদিকে নজর দিতে হবে। সরকারী কোন কোন পুরনো মেডিক্যাল কলেজেও দক্ষ জনবলের অভাবে যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ বিষয়টি সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। সম্মেলনে অন্য বক্তারা বলেন, স্বাস্থ্য খাতে বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ সোসাইটি ও প্যাথলজিস্টস (বিএসপি)। সঠিক রিপোর্ট প্রদানে সহায়তার মাধ্যমে সঠিকভাবে রোগ নিরূপণ নিশ্চিত করাই সম্মেলনের উদ্দেশ্য। এই সোসাইটির লক্ষ্য হচ্ছে রোগীদের সঠিক রিপোর্ট প্রদান সহায়তা করা। সঠিক রিপোর্ট না হলে সঠিকভাবে রোগ নিরূপণ সম্ভব নয়। বর্তমানে হিস্টোপ্যাথলস্টি, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, হেমাটোলজিস্ট এবং ব্লাড ট্রান্সফিউশন ও ল্যাবরেটরি মেডিসিন স্পেশালিস্টরা এই সোসাইটির সদস্য। বাংলাদেশে একটি রেফারেল সেন্টার তৈরি হয়েছে যা রেফারেন্স ল্যাবরেটরি মেডিসিন সেন্টার নামে পরিচিত। গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেফারেল সেন্টারের শুভ উদ্বোধন করেন। এই সোসাইটির প্রথিতযশা চিকিৎসকরা তাদের চিকিৎসা জীবন শুধু রোগ নির্ণয়েই উৎসর্গ করেন।
×