ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তরুণ উদ্যোক্তা বাড়াতে হবে ॥ ড. আতিউর

প্রকাশিত: ০৪:১৬, ২৫ নভেম্বর ২০১৮

 তরুণ উদ্যোক্তা  বাড়াতে হবে ॥ ড. আতিউর

রাবি সংবাদদাতা ॥ ‘তরুণরাই দেশের সম্পদ। পৃথিবীর ইতিহাসে পরিবর্তনের সকল ধারায় তরুণদের ভূমিকা অনস্বীকার্য। এমনকি বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেবার জন্য তরুণদের অগ্রণী ভূমিকা রয়েছে। তরুণরাই পারে দেশের উন্নতিতে অবদান রাখতে। তাই দেশের উন্নতি উত্তরোত্তর বৃদ্ধির জন্য তরুণ উদ্যোক্তা বাড়াতে হবে।’ শনিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক আলোচনা সভায় এসব কথা বলেন, সভার প্রধান আলোচক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর ড. আতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘তরুণরাই আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ওয়ার্ল্ড লিংকআপ। সভায় ড. আতিউর রহমান আরও বলেন, এইচএসবিসি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ বর্তমান প্রবৃদ্ধির ধারা বজায় রেখে ২০৩০ সাল নাগাদ ৭০০ বিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে। আমরা স্বপ্ন দেখছি ততদিনে প্রবৃদ্ধির হার আরও দ্রুততর হবে এবং শেষ পর্যন্ত পৃথিবীর ২০টি বড় অর্থনীতির দেশ হবে বাংলাদেশ। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য শিক্ষিত তরুণদের দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, খুদে ও মাঝারি উদ্যোক্তাদের বড় কর্পোরেট উদ্যোক্তাদের সঙ্গে সম্পূরক সম্পর্কে সংযুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। ওয়ার্ল্ড লিংকএ্যাপ’র সভাপতি মাসুম বিল্লাহর সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, চৌধুরী মোঃ জাকারিয়া, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক একেএম ফজলুর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
×