ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোল বৈঠক আলোচনায় বক্তারা

চ্যালেঞ্জের মুখে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ॥ দেশের অর্থনীতির ভবিষ্যত টেকসই করার জন্য দক্ষতা বাড়ানোর তাগিদ

প্রকাশিত: ০৪:১৬, ২৫ নভেম্বর ২০১৮

 চ্যালেঞ্জের মুখে সাপ্লাই চেইন ব্যবস্থাপনা ॥ দেশের অর্থনীতির ভবিষ্যত টেকসই করার জন্য দক্ষতা বাড়ানোর তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাপ্লাই চেইন হলো আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের মেরুদ-। নানামুখী সঙ্কটে দেশের সাপ্লাই চেইন ব্যবস্থাপনা চ্যালেঞ্জের মুখে। বিশেষ করে বন্দর ও সীমান্তের কাস্টমস ব্যবস্থাপনা, বাণিজ্য ও পরিবহন অবকাঠামোর গুণগত মান, প্রতিযোগিতামূলক মূল্যে শিপমেন্ট বা জাহাজীকরণ, ট্রাক-ফ্র্রেইট ফরোয়ার্ডিংসহ লজিস্টিক সেবার গুণগত মান, পণ্যের কনসাইনমেন্টের অবস্থান জানা ও যাচাই করার সক্ষমতা এবং নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছাতে জটিলতা বাড়ছে। এজন্য দেশের অর্থনীতির ভবিষ্যত টেকসই করার জন্য সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে হবে। এ লক্ষ্যে সরকার, নীতিনির্ধারক ও বেসরকারী খাতকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতি ও সমন্বিত সংস্কার সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে। শনিবার এক গোল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার প্রতিকূলতা ও করণীয়’ শীর্ষক এ গোল বৈঠক অনুষ্ঠিত হয়। বেসরকারী আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সহযোগিতায় দৈনিক বণিক বার্তা গোল বৈঠকটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান ও বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথোরিটির (বিআইডিএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম। বৈঠকে বক্তারা বলেন, বাণিজ্য সহজীকরণ ও সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ। কেননা, আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের মেরুদ-। লজিস্টিকস খাতে অদক্ষতা ব্যবসা-বাণিজ্যে ব্যয় বাড়িয়ে দেয়। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্যে সংশ্লিষ্ট দেশের অবস্থান দুর্বল হয়ে যায়। এ কারণে নীতিনির্ধারকরা এখন একে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি মনে করেন। লজিস্টিক পারফরম্যান্সের অগ্রগতি হওয়ায় অভ্যন্তরীণ বিনিয়োগে যে শুধু গতি সঞ্চার করে তা নয় বরং এটি আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায়। কিন্তু সাপ্লাই চেইন ব্যবস্থাপনার ক্ষেত্রে রয়েছে বেশ চ্যালেঞ্চ। এগুলো হচ্ছে বন্দর ও সীমান্তের কাস্টমস ব্যবস্থাপনা, বাণিজ্য ও পরিবহন অবকাঠামোর গুণগত মান, প্রতিযোগিতামূলক মূল্যে শিপমেন্ট বা জাহাজীকরণ, ট্রাক-ফ্র্রেইট ফরোয়ার্ডিংসহ লজিস্টিক সেবার গুণগত মান, পণ্যের কনসাইনমেন্টের অবস্থান জানা ও যাচাই করার সক্ষমতা এবং নির্ধারিত সময়ের মধ্যে পণ্য পৌঁছানোর হার। তারা বলেন, বাংলাদেশে সাপ্লাই চেইন অর্থায়নে ইকো-সিস্টেম তৈরি করতে প্রতিষ্ঠানগুলোর সহযোগিতামূলক আচরণের অনন্য ভূমিকা রয়েছে। আমাদের দেশে শিক্ষার্থীদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়টি গুরুত্ব দিয়ে শেখানো জরুরী। বিদেশে এটি গুরুত্ব দিয়ে পড়ানো হয়। বাংলাদেশের কর্পোরেট প্রতিষ্ঠানগুলোয় এ খাতে প্রচুর চাহিদা রয়েছে। আমাদের দেশে অনেক সময় পর্যাপ্ত লোকবল না পাওয়ার কারণে বিদেশ থেকে কর্মী আনতে হয়। দেশের ইন্ডাস্ট্রিতে কী ধরনের চাহিদা রয়েছে, তার ওপর ভিত্তি করে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা দেয়া দরকার। ড. মশিউর রহমান বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো এসএমই ঋণ। ক্ষুদ্র উৎপাদকরা শুরু থেকেই যদি প্রয়োজনীয় অর্থ সহায়তা পান, তাহলে তারা একটি নিয়মিত সাপ্লাই চেইন বজায় রাখতে পারবেন; যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। একটি উন্নত সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রতিষ্ঠার জন্য অর্থায়নের পাশাপাশি প্রকল্প ব্যবস্থাপনা এবং দক্ষতা উন্নয়নও অত্যন্ত জরুরী। অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান বলেন, তরুণদের মাঝে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের গুরুত্ব তুলে ধরতে পারলে, তা পুরো জাতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বলেন, সারাবিশ্বেই বেসরকারী খাত এগিয়ে রয়েছে। আমাদের এখানেও তাই। আমাদের সরকারের পরিকল্পনা কিভাবে এই খাতকে আরও এগিয়ে নেয়া যায়। সেজন্য আমাদের যতটুকু সহযোগিতা প্রয়োজন সেটা করব। আমাদের কাজ বেসরকারী খাতে অক্সিজেন দেয়া। আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে রসিকতা করে তিনি বলেন, কয়েকদিন পরই একটা নির্বাচন। এই নির্বাচন কীভাবে মোকাবিলা করব সেটা নিয়েই বেশি চিন্তিত। কাজেই মাথায় যেটুক জায়গা আছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে টগবগ করছে। আমি খালি সর্ষের ফুল দেখছি, ভোটের সর্ষে ফুল। প্রতিমন্ত্রী উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে বলেন, কি জানি কি হয়, জানি না। তবে ভাল কিছু যেন হয় সেই দোয়া করবেন। বিআইডিএর চেয়ারম্যান কাজী এম. আমিনুল ইসলাম বলেন, পণ্য পরিবহন ও লজিস্টিক সংক্রান্ত সমস্যাগুলোও চিহ্নিত করা জরুরী। আমরা আশা করছি এ ধরনের উদ্যোগ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের জন্য বড় সাফল্য বয়ে নিয়ে আসবে। আইপিডিসি ফাইন্যান্সের সিইও মমিনুল ইসলাম বলেন, আমরা এসএমই ফাইন্যান্সকে উৎসাহিত করলেও এখনও সমান্তরাল অর্থের ওপরই নির্ভর করি। আমাদের একটি সাপ্লাই চেইন ফাইন্যান্স ভিত্তিক শূন্য সমান্তরাল নগদ অর্থ প্রবাহ তৈরিতে সহযোগিতা করা উচিত, যা অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা নিশ্চিত করতে সক্ষম হবে। অনুষ্ঠানে পেনালিস্টদের মধ্যে ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুমিনুল ইসলাম; ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান ডি শামস; বাংলাদেশ কৃষি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ড. মোঃ লিয়াকত হোসেইনসহ স্থানীয় ও বহুজাতিক কো¤পানিসমূহের সাপ্লাই চেইন লিডাররা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের রাকীবুল আলম; মারিকো বাংলাদেশ লিমিটেডের হাবীবুর রহমান; বিএসআরএম স্টিলসের ইমতিয়াজ উদ্দীন চৌধুরী; লিন্ডে বাংলাদেশ লিমিটেডের আসগর আলী; পারফেটি ভেন মেলের শাহেদ লতিফ; বিকাশ লিমিটেডের মোঃ রাশেদুল ইসলাম; রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেডের মোঃ জিয়া উদ্দিন এবং নেসলে বাংলাদেশের ডিরেক্টর অব কর্পোরেট এ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির (বিএসসিএমএস) প্রেসিডেন্ট নকীব খান। বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএমের বিভাগের ডিরেক্টর অব রিসার্চ, ডেভেলপমেন্ট এ্যান্ড কনসালটেন্সি প্রশান্ত কুমার ব্যানার্জি (পিএইচডি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান শিবলি রুবায়েত উল ইসলাম। এছাড়াও ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনের (আইবিএম) ব্লকচেইন লিডার জিতান চন্দনানিসহ ক্যাটাইনা টেকনোলজিসের চিফ সল্যুশন্স অফিসার রাজিশ রজন; নাথান এ্যাসোসিয়েটসের চ্যালেঞ্জ ফান্ড ম্যানেজার আরাফাত হোসেইন এবং ইউএনসিডিএফের ফাইন্যান্সিয়্যাল ইনক্লুশন ইভালুয়েশন এ্যান্ড ইমপ্যাক্ট এক্সপার্ট এ্যানা ক্লিনচিক এ্যান্ড্রুস আলোচনায় অংশ নেন।
×