ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণে রাখতে চিটাগাং চেম্বারের আহ্বান

টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য অস্বাভাবিক

প্রকাশিত: ০৪:১৫, ২৫ নভেম্বর ২০১৮

 টাকার বিপরীতে মার্কিন  ডলারের মূল্য অস্বাভাবিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ টাকার বিপরীতে মার্কিন ডলারের মূল্য প্রতিনিয়ত যে হারে বেড়ে চলেছে তা অস্বাভাবিক। এতে দেশের ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। নিয়ন্ত্রণহীন এ অবস্থা নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক গবর্নরের প্রতি চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। শনিবার চেম্বার সভাপতি প্রেরিত পত্রে বলা হয়, আমদানি পর্যায়ে ডলারের মূল্যে অস্থিতিশীলতা এবং খুচরা পর্যায়ে এর উচ্চমূল্যের কারণে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তফসিলী ব্যাংকগুলো আমদানিকারকদের কাছে অধিকমূল্যে ডলার বিক্রির বিষয় গোপন করে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম মূল্যের তথ্য দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮৩ টাকা ৮৫ পয়সা ডলার বিক্রির নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক ব্যাংক সে নির্দেশনা না মেনে আমদানি পর্যায়ে ৮৫ টাকা ৪০ পয়সা পর্যন্ত দরে ডলার বিক্রি করছে। এমনকি খুচরা পর্যায়ে কিছু ব্যাংকে ৮৬ টাকা দরেও ডলার বিক্রি করে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত দায়ভার বর্তাবে সাধারণ ভোক্তাদের ওপর। চেম্বার সভাপতি জানান, প্রতিবেশী দেশ ভারতে ডলারের মূল্য ৭৪ রুপী থেকে হ্রাস করে ৭১ রুপীতে নির্ধারণ করা হয়েছে। অথচ বাংলাদেশে ডলারের মূল্য ৮৬ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে করে বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে, যা সামগ্রিক অর্থনীতিকে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বর্তমান সময়ে সামগ্রিক বছরগুলোতে সফলভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করেছে। সরকারের বিভিন্ন নীতির ফলশ্রুতিতে মূল্যস্ফীতি যেভাবে হ্রাস পেয়েছিল বর্তমানে তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৈদেশিক মুদ্রা বাজারের এ ধরনের অস্থিতিশীলতা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি সরকারের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করবে, যা অনাকাক্সিক্ষত। চেম্বার সভাপতি আমদানিকৃত ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামালের মূল্য স্থিতিশীল রাখা নির্বাচনের প্রাক্কালে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সরকারের ভাবমূর্তি রক্ষা এবং সামগ্রিক অর্থনীতিকে নির্বিঘœ রাখার লক্ষ্যে ডলারের মূল্য সহনীয় পর্যায়ে রাখার জরুরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
×