ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার দেশে আসছে ডিজিটাল মার্কেটিং ব্যবস্থা

প্রকাশিত: ০৪:১৫, ২৫ নভেম্বর ২০১৮

 এবার দেশে আসছে ডিজিটাল মার্কেটিং ব্যবস্থা

অর্থনৈতিক রিপোর্টার ॥ ডিজিটাল মার্কেটিং বিজ্ঞাপনী সংস্থাগুলোর ভবিষ্যত। পণ্য বা সেবার প্রচারে খাতটি বাংলাদেশে নতুন হলেও উন্নত বিশ্ব ডিজিটাল মার্কেটিংয়ে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশে এখনও ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ কর্মী সেভাবে গড়ে ওঠেনি। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রয়োজন প্রশিক্ষণ কর্মশালা। পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থাগুলোর প্রচলিত ধারা পরিবর্তনে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত দিনব্যাপী পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিটের বিভিন্ন সেশনে দেশী-বিদেশী বিশেষজ্ঞদের বক্তব্যে এসব মতামত উঠে আসে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘ডেলভিং ডিপ ইনটু ডিজিটাল’। কনটেন্ট ম্যাটারস’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সামিটের আয়োজন করে। দিনব্যাপী এই সম্মেলনে ডিজিটাল প্রফেশনালস এবং বিভিন্ন খাতের প্রায় ৪শ’ অতিথি অংশ নিয়েছেন। রয়েছেন দেশী-বিদেশী ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞরা।
×