ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৪:০৮, ২৫ নভেম্বর ২০১৮

অন্যরকম

নিলামে রাজকীয় সামগ্রী ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ যখন নয় কি দশ বছর বয়সী কিশোরী ছিলেন তখন তিনি যে পুতুল নিয়ে খেলতেন সেটি নিলামে উঠেছে। ১৯৩০ সালের দিকে রানী যেসব খেলনা দিয়ে খেলতেন পুতুলটি তার একটি। পুতুলটি রানীর খুব পছন্দের ছিল। নিলাম কোম্পানি তার নামও দিয়েছে দ্য কুইন। এটি ফিরোজা রংয়ের নীলকোট, কোকড়া স্বর্ণকেশী ও নীল চোখের জন্য বৈশিষ্ট্যপূর্ণ। চাদ ভ্যালি পুতুল খেলনাটির কাঁচের চোখ, সুইভেল মাথা, মখমলের শরীর আলাদাভাবে যুক্ত। দাম ধরা হয়েছে আট শ’ থেকে এক হাজার দুই শ’ পাউন্ড। রানী এলিজাবেথ ও প্রিন্সেস মারগারেট ছোটবেলায় যেসব ফ্লোরাল পোশাক পরতেন তাও নিলামে উঠেছে। পাশাপাশি প্রিন্সেস ডায়ানার সিল্কের তৈরি একটি জার্সি পোশাকও নিলামে উঠেছে। এর দাম ৬০ হাজার থেকে এক লাখ ধরা হয়েছে। পোশাকটিতে এ্যাম্ব্রয়ডারি, ক্রিস্টাল ও পুতির হাতের কাজ রয়েছে। -মিরর ঘর পরিষ্কারের সময় লটারি পেলেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের টিনা ও হ্যারল্ড এহরেনবার্গ দম্পতি ঘর পরিষ্কারের সময় একটি লটারির টিকেট পান। যে নম্বরটি প্রথম পুরষ্কার জিতেছিল জুন মাসে। টিনা বলেন, ছুটির দিনে অনেকগুলো টিকেটের মধ্যে এমন একটি নম্বর ছিল যা ১৮ লাখ মার্কিন ডলারের (১৪ লাখ পাউন্ড) জ্যাকপট বিজয়ীর নাম্বার। সময় শেষ হয়ে যাবার মাত্র দুই সপ্তাহ আগে তারা টিকেটটি খুঁজে পান। ছয় জুন টিকেটটির ড্র ঘোষণা করা হয় এবং বলা হয় ছয় মাসের মধ্যে পুরস্কার নিয়ে যেতে। লুইজিয়ানা লটারি কর্পোশেনকে হ্যারল্ড বলেন, আমরা বারবার নাম্বারটি মিলিয়ে দেখেছি। কেননা আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিজয়ীর নম্বরের সঙ্গে অনেক সময় দেখা গেছে ভুল নম্বরের লোক দাবি করে থাকে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের রাজধানী ব্যাটন রো থেকে ৭৫ মাইল পূর্বের ছোট একটি শহর ম্যান্ডেভিলে থাকেন টিনা ও তার স্বামী হ্যারল্ড। অঙ্গরাজ্য ও ফেডারেল ট্যাক্স দেয়ার পর তারা সবমিলিয়ে ১৩ লাখ মার্কিন ডলার পাবেন। -বিবিসি
×