ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রাজিল থেকে চিকিৎসক ফিরিয়ে নিচ্ছে কিউবা

প্রকাশিত: ০৪:০৭, ২৫ নভেম্বর ২০১৮

 ব্রাজিল থেকে  চিকিৎসক  ফিরিয়ে নিচ্ছে  কিউবা

কিউবা ব্রাজিলে কর্মরত তাদের চিকিৎসকদের দেশে ফিরে আসতে নির্দেশনা দিয়েছে। চলতি বছর ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী কট্টর দক্ষিণপন্থী জাইর বোলসোনারোর এক মন্তব্যের জেরে হাভানা এ সিদ্ধান্ত নিয়েছে। -বিবিসি ডানপন্থী বোলসোনারো ব্রাজিলে কাজ করা কিউবান চিকিৎসকদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই চিকিৎসকদের প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ কিউবার কমিউনিস্ট সরকার রেখে দেয়, তাদেরকে এমনকি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হয়নি বলেও অভিযোগ করেছিলেন তিনি। বোলসোনারোর এ বক্তব্যকে ‘অবমাননাকর’ অ্যাখ্যা দিয়ে হাভানা তাদের চিকিৎসকদের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরে আসতে বলে। শুক্রবার চিকিৎসকদের প্রথম দলটি কিউবায় পৌঁছালে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী তাদের অভ্যর্থনা জানান। ব্রাজিলের সরকারও কিউবার চিকিৎসকদের দেশে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছে।
×